বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আনুষ্ঠানিক কাজে ব্যবহার করা হয় চারটি ভাষা। এবার সে তালিকায় যুক্ত হচ্ছে আরবি। পঞ্চম ভাষা হিসেবে ফিফার আনুষ্ঠানিক কাজে আরবি ব্যবহার করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফিফা আরব কাপ। আরব কাপের ফাইনালের দিন শনিবার (১৮ ডিসেম্বর) ফিফার কাছে আরবিকে পঞ্চম আনুষ্ঠানিক ভাষা করার প্রস্তাব দেন ফিফা সভাপতি।
প্রতি বছর ১৮ ডিসেম্বর আরবি ভাষা দিবস পালন করে জাতিসংঘ। সে দিনেই এমন ঘোষণা দিয়েছে ফিফা। এ বিষয়ে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিশ্বে প্রায় ৪৫০ মিলিয়নের বেশি মানুষ আরবি ভাষায় কথা বলে। তাদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বের ২০ টিরও বেশি দেশে আরবি আনুষ্ঠানিক ভাষা হিসেবে ব্যবহার করা হয়। এসব দেশের সকল মানুষের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
Arabic proposed as fifth official FIFA language
— FIFA Media (@fifamedia) December 18, 2021
اقتراح بإعتماد اللغة العربية لغة رسمية في الاتحاد الدولي لكرة القدم (FIFA)
https://t.co/jjuS1yL4NK pic.twitter.com/WYsBqfZyyN
এ প্রস্তাবের আগে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার দেশগুলোর সাথে দীর্ঘ আলোচনা করেছিলেন ফিফা সভাপতি। এরপরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা।
বর্তমানে ফিফার আনুষ্ঠানিক ভাষা হিসেবে চারটি ভাষা ব্যবহার করা হচ্ছে। ভাষাগুলো হলো- ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান এবং স্প্যানিশ। এবার সে তালিকায় যুক্ত হবে আরবি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]