লিভারপুলকে হারিয়ে শৈশবের ক্লাবকে কিনলেন রোনালদো নাজারিও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১
লিভারপুলকে হারিয়ে শৈশবের ক্লাবকে কিনলেন রোনালদো নাজারিও

ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোতে নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। সেখান থেকে পিএসভি আইন্দহোফেন হয়ে বার্সা, ইন্টার, রিয়াল, এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন তিনি। তবে ভুলতে পারেননি শৈশবের সেই ক্লাবকে। এবার সেই ক্লাবকেই কিনে নিলেন রোনালদো। এ ক্লাবের মালিকানা পেতে ইংলিশ ক্লাব লিভারপুলের মালিক প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস ক্লাবের সাথে লড়াই করেছেন তিনি।

বাবা-মার বিচ্ছেদের পর রোনালদোর জীবনে আনন্দ এবং স্বচ্ছলতা এনে দিয়েছিল ফুটবল। আর পেশাদার ক্যারিয়ারের স্বাদ দিয়েছিল ক্রুজেইরো। সেখান থেকেই রোনালদোর উত্থান। ব্রাজিল ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপে।

ক্রুইজেইরোতে মাত্র এক মৌসুম খেললেও এ ক্লাবের প্রতি রোনালদোর ছিল বিশেষ আবেগ। এ কারণেই ক্লাবটিকেই কিনে নিলেন রোনালদো।

আর্থিক অস্বচ্ছলতার কারণে ব্রাজিলের শীর্ষ লিগ থেকে সিরি ‘বি’-তে নেমে গিয়েছে ক্রুইজেইরো। এরপরেও ক্লাবটিকে কিনে নিতে লিভারপুলের সাথে লড়াই করেছেন তিনি।

ক্লাবটিকে কিনে নিতে রোনালদোর কত অর্থ খরচ করতে হচ্ছে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী ক্লাবটিকে নিজের করে নিতে প্রায় ৬ কোটি ইউরো খরচ করেছেন তিনি।

ক্লাবটিকে রোনালদোর হাতে তুলে দিতে পেরে খুশি ক্রুইজেইরোর সভাপতি সার্জিও সান্তোস রদ্রিগেজ। তিনি বলেন, ‘ক্লাবটি তার হাতে তুলে দিতে পেরে আমি গর্বিত।’

ক্লাব কিনে নিয়ে নিজেও গর্বিত রোনালদো। তিনি বলেন, ‘ক্রুজেইরোকে আমার অনেক কিছু ফিরিয়ে দেওয়ার আছে। আমাদের অনেক কাজ করতে হবে এবং আমার লক্ষ্য ক্রুজেইরোকে আবার সেরা ক্লাবে পরিণত করা’

ক্লাব কেনার বিষয়টি রোনালদোর নতুন কিছু নয়। এর আগে স্প্যানিশ লিগে ক্লাব কিনেছেন তিনি। ২০১৮ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের ৫১ শতাংশ কিনে নিয়েছিলেন রোনালদো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নেশনস লিগে নাম লেখাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

নেশনস লিগে নাম লেখাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল

লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

নিষিদ্ধ হলেন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেফারি

নিষিদ্ধ হলেন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেফারি