গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১
গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি

চলতি ২০২১-২২ মৌসুমে দারুণ ছন্দে আছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার গাভি। নিজের অভিষেক মৌসুমেই পুরো নজর নিজের দিকে টেনে নিয়েছেন তিনি। দারুণ পারফর্মেন্সের পর তার প্রশংসা করতে ভুল করেননি বার্সেলোনা বস জাভি হার্নান্দেজ।

শনিবার (১৮ ডিসেম্বর) ঘরের মাঠে এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন গাভি। শুধু তাই নয়, কাতালান ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতাও হয়েছেন তিনি।

পুরো ম্যাচ জুড়ে গাভির দারুণ পারফর্মেন্সের পর জাভি বলেন, 'সে অসাধারণ খেলেছে। তার লক্ষ্য এবং ব্যক্তিত্ব তাকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও সে গোল করার পাশাপাশি দারুণ অ্যাসিস্টও করতে পারে।'

এক সময় বার্সেলোনার হয়ে একসাথে মাঠ কাঁপাতেন মেসি-জাভি-ইনিয়েস্তা-পুয়েলরা। দারুণ এক প্রজন্মের সাক্ষী হয়েছিল ফুটবল প্রেমীরা। ভবিষ্যতে বার্সেলোনা সেই রকমই একটা প্রজন্ম পেতে যাচ্ছেন বলে জানান বার্সা কোচ জাভি।

তিনি বলেন, ' সে (গাভি) বার্সেলোনার ভবিষ্যত। শুধু তাই নয়, (রোনাল্ড) আউরাজো, (অ্যালেকজান্দ্রো) ব্যাল্ড, নিকোলাস (গঞ্জালেস), আব্দে (ইজ্জালজৌলি) ভালো খেলছে। তারাই বার্সেলোনার ভবিষ্যত। দারুণ একটা প্রজন্ম।'

এছাড়াও রিকি পুইগকে নিয়েও ভবিষ্যত বার্সেলোনার স্বপ্ন দেখছেন জাভি। বলেন, 'ওর (রিকি পুইগ) মতো বয়সে আমি বেশ ভীত ছিলাম। তবে তারা সাহসী এবং অসাধারণ ফুটবল খেলছেন।'

গাভির পারফর্মেন্সে বেশ উচ্ছ্বসিত কোচ জাভি। তিনি বলেন, 'সে (গাভি) মাঠে পার্থক্য তৈরি করে দিতে পারে। এটা আমাকে বেশ খুশি করেছে। তবে আমি কারো সাথে তার তুলনা করতে চাই না। তাকে নিজের মতো খেলতে দিলেই ভালো করবে বলে আমি আশাবাদী।'

এলচের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। টানা দুই মিনিটে গোল করে সমতায় ফেরে এলচে। তবে শেষ পর্যন্ত নিকোলাস গঞ্জালেসের গোলে ম্যাচ জিতে নেয় কাতালান ক্লাবটি



শেয়ার করুন :


আরও পড়ুন

শুধু তরুণ নয়, সবাইকেই কাজ করতে হবে : জাভি 

শুধু তরুণ নয়, সবাইকেই কাজ করতে হবে : জাভি 

জাভির বার্সেলোনার প্রথম হার

জাভির বার্সেলোনার প্রথম হার

বার্সার দায়িত্ব নিতে ব্রাজিলের প্রস্তাব নাকচ জাভির 

বার্সার দায়িত্ব নিতে ব্রাজিলের প্রস্তাব নাকচ জাভির 

নিয়ম ভেঙে জরিমানার কবলে ডেম্বেলে

নিয়ম ভেঙে জরিমানার কবলে ডেম্বেলে