ঘরের মাঠে ম্যাচ এলচেকে হারিয়ে তিন ম্যাচ পর জয় তুলে নিয়েছে বার্সেলোনা। শেষ মুহুর্তের গোলে কাতালান ক্লাবটিকে জয় এনে দিয়েছে স্প্যানিশ মিডফিল্ডার গাভি। কাতালানদের জার্সিতে নিজের প্রথম গোল করে ভেঙেছেন কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড।
শনিবার (১৮ ডিসেম্বর) ন্যু ক্যাম্পে এলচে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এ ম্যাচে কাতালানদের হয়ে দ্বিতীয় গোলটি করেন গাভি। এ গোল করেই মেসিকে টপকেছেন তিনি।
১৭ বছর ৩৩১ দিন বয়সে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেন লিওনেল মেসি। আর এলচের বিপক্ষে বার্সা ক্যারিয়ারে নিজের প্রথম গোল করার দিনে গাভির বয়স ছিল ১৭ বছর ১৩৫ দিন।
বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ট গোলদাতার তালিকায় বর্তমানে গাভির বর্তমান অবস্থান তিন নম্বরে। ১৬ বছর ৩০৪ দিন বয়সে গোল করে সবার উপরে অবস্থান করছেন গাভির ক্লাব সতীর্থ উসমান ডেম্বেলে। দ্বিতীয় স্থানে আছেন বোজান। তিনি প্রথম গোল করেছিলেন ১৭ বছর ৫৩ দিন বয়সে।
বার্সেলোনা যুব একাডেমি থেকে আসা গাভি চলতি ২০২১-২২ মৌসুমে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলেছেন। নিজের ১৫তম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেয়েছেন তিনি। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমে ৫২০ ম্যাচে ৪৭৪ গোল করেছিলেন মেসি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]