তিন বছর পর আবাহনীর ঘরের আসলো কোনো শিরোপা। ২০২১-২২ মৌসুমে প্রথম শিরোপা নিজেদের ঘরের তুলেছে আবাহনী লিমিটেড। বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে আবাহনী।
২০১৮ ফেডারেশন কাপের ফাইনালের পর বসুন্ধরার বিপক্ষে কখনও জিততে পারেনি আবাহনী। শনিবার (১৮ ডিসেম্বর) স্বাধীনতা কাপের ফাইনালে বসুন্ধরার বিপক্ষে দূর্দান্ত ফুটবল খেলে সেই প্রতিশোধ তুলেছে ধানমন্ডির ক্লাবটি। এ জয়ে দীর্ঘ ৩১ বছর পর আবারও স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের একক আধিপত্য। সে আধিপত্য গুড়িয়ে দিয়ে তিন বছর পর ঘরোয়া ফুটবলে আবারও শিরোপা জিতেছে আবাহনী।
তিন বছর আগে কোস্টারিকার ফুটবলার ড্যানিয়েল কলিন্দেসের হাত ধরেই শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। এবার সেই কলিন্দ্রেসের দূর্দান্ত পারফর্মন্সে শিরোপা জিতেছে আবাহনী।
ডি-বক্সে ফাউলের শিকার হন কলিন্দ্রেস। কিংসের ডিফেন্ডার রিমন তাকে ফাউল করেন। সেখান থেকে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডার্লিংটন। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আবাহনী। এর আগে ম্যাচের ৫৪ মিনিটে চট্টগ্রাম আবাহনী থেকে ঢাকা আবাহনীতে নাম লেখানো উইঙ্গার রাকিবের গোলে প্রথম লিড পায় ধানমন্ডির ক্লাবটি।
২-০ গোলে এগিয়ে থাকা আবাহনী কিংসের জালে শেষবারের মতো বল ঢুকায় ৭৪ মিনিটে। রাফায়েলের করা কর্নার থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডার্লিংটন।
বসুন্ধরা কিংস প্রথমার্ধে আবাহনীর বিপক্ষে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ইনজুরির জন্য কিংসের ব্রাজিলিয়ান জোনাথন এই ম্যাচে ছিলেন না। তার অনুপস্থিতি ভালোই ভুগিয়েছে কিংসকে। দ্বিতীয়ার্ধে অবশ্য আবাহনী ম্যাচটি নিজেদের করে নেয়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]