বিষয়টি নিশ্চিত ছিল, যেকোনো সময় ক্রিস্টিয়ান এরিকসেন এবং ইন্টার মিলানের বিচ্ছেদের ঘোষণা আসবে। হলোও তাই, এরিকসেনকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ক্লাবটি।
শুক্রবার (১৭ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের সাথে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে ইন্টার মিলান।
চলিত বছরের জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হৃদরোগে আক্রান্ত হন এরিকসেন। মাঠেই দেওয়া হয়েছিল সিপিআর। এরপরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ক্রিস্টিয়ান এরিকসেন ফুটবল মাঠে ফিরবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে হৃদযন্ত্রে আইসিডি বসিয়ে মাঠের অনুশীলনে ফিরেছেন তিনি। তবে ইউরোপের শীর্ষ লিগে খেলার মতো অবস্থায় নেই তিনি।
এ কারণেই ইন্টার মিলানের সাথে পারস্পরিক সমাঝোতায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবশ্য এর আগে থেকেই গুঞ্জন ছিল, আর ইন্টারের মাঠে ফিরবেন না এরিকসেন।
হৃদযন্ত্রে আইসিডি ব্যবহার করায় এরিকসেনের জন্য ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে খেলার দরজা বন্ধ হয়ে গিয়েছে। সেখানকার নিয়ম অনুযায়ী মাঠে নামার জন্য পুরোপুরি সুস্থ থাকতে হবে।
এরিকসেনের পর মাঠেই হৃদযন্ত্রের সমস্যায় পড়েছিলেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। ইতোমধ্যেই ফুটবলকে বিদায় জানিয়েছেন ৩৩ বছর বয়সী এ ফুটবলার।
সর্বশেষ ২০২০-২১ মৌসুমে ইন্টারকে ইতালিয়ান সিরি ‘এ’-র শিরোপা জেতাতে মধ্যমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এরিকসেন। ভেঙেছিল জুভেন্টাসের আধিপত্য। তাই তো এরিকসেনের বিদায়ের ঘোষণায় আলাদাভাবে স্মরণ করা হয়েছিল এরিকসেনের ইন্টার ক্যারিয়ারকে।
চলতি মাসের শুরুর দিকে এরিকসেন তার শৈশবের ক্লাব ডেনমার্কের ওডেনসে বোল্ডক্লাবে অনুশীলন মাঠে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]