হল্যান্ডের বার্সায় আসার সম্ভাবনা নেই : লা লিগা সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১
হল্যান্ডের বার্সায় আসার সম্ভাবনা নেই : লা লিগা সভাপতি

যেসব ফুটবলার আগামী দিনে ফুটবল মাঠ কাঁপাবেন, তাদের মধ্যে একজন হলো আর্লিং হল্যান্ড। ইতিমধ্যেই বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে নিজেকে প্রমান করেছেন এ ফরোয়ার্ড। ইউরোপের অন্যান্য ক্লাবের মতো বার্সেলোনারও নজর আছে তার উপর। তবে বার্সেলোনায় হল্যান্ডের খেলার কোনো সম্ভাবনা দেখছেন না লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস।

বর্তমান সময় আর্থিকভাবে বেশ পিছিয়ে আছে বার্সেলোনা। তবুও গুঞ্জন আছে  হল্যান্ডকে দলে ভেড়াবে বার্সেলোনা। এমনকি হল্যান্ডের এজেন্ট মিনো রাইয়োলাও জানিয়েছে বার্সেলোনা হতে পারে সম্ভাব্য গন্তব্য।

হল্যান্ডকে দলে ভেড়াতে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। বিভিন্ন হিসাব-নিকাশ বলছে, সেই খরচ করার সামর্থ্য নেই বার্সেলোনার। এমনকি লা লিগা সভাপতি জানিয়েছেন, হল্যান্ডকে দলে ভেড়াতে পারবেন না কাতালান ক্লাবটি।

তিনি বলেন, ‘আমার মনে হয় না বার্সেলোনার পক্ষে হল্যান্ডকে দলে ভেড়ানো সম্ভব। কারণ তাদের অর্থনৈতিক দুরবস্থা ও বাধ্যবাধকতা। এখানে অনেক ধরনের অবস্থা আছে। তার ওপর হল্যান্ডের অ্যাজেন্ট রাইওলা সে অল্প দামে বিক্রি করবে না, বেশি দাম চাইবে।’

চলতি ২০২১-২২ মৌসুম শুরুর আগে ক্লাবগুলো জন্য সিভিসি প্রস্তাব নিয়ে এসেছিল লা লিগা। তবে বড় বড় ক্লাবগুলো এ চুক্তিতে রাজি হয়নি। এ চুক্তিতে রাজি হলে আর্থিক ভারসাম্যহীনতা থেকে বের হয়ে আসতে পারতো বার্সেলোনা। তারপরও তারা কেন এ চুক্তিতে রাজি হয়নি, সেটা এখনও বুঝতে পারেনি তেবাস।

তিনি বলেন, ‘হ্যাঁ আমি জানি বার্সেলোনা সিভিসি নিয়ে কথা বলেছে। কিন্তু এটা জানি না তারা কোন ব্যাপারে আলোচনা করছে। যখন রিয়াল মাদ্রিদ এটাতে জড়ালো তখনই সব ভীতিকর হয়ে গেছে। আমরা এতে অভ্যস্ত। আমাদের ৫০ এর বেশি আছে আমরা জানি আরও হবে। যদি আমি হুমকি নিয়ে ভাবতাম, তাহলে এখানে থাকতাম না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজির লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয় : মেসি 

পিএসজির লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয় : মেসি 

অবশেষে ফুটবলকে বিদায় জানালেন আগুয়েরো

অবশেষে ফুটবলকে বিদায় জানালেন আগুয়েরো

শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্সেনালের নেতৃত্ব হারালেন অবামেয়াং

শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্সেনালের নেতৃত্ব হারালেন অবামেয়াং

বাতিল হচ্ছে এরিকসেন-ইন্টার মিলান চুক্তি

বাতিল হচ্ছে এরিকসেন-ইন্টার মিলান চুক্তি