চলতি মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেসি জানিয়েছেন, পিএসজির লক্ষ্যে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়।
এক মৌসুম আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও পিএসজির শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। বায়ার্নের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল ফরাসি ক্লাবটি। সর্বশেষ মৌসুমে সেমি-ফাইনালেই থামে শিরোপার দৌড়।
এখন চলছে মৌসুমের বিরতি। এখন পরিবারের সাথে ঘুরে বেড়াচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দুবাই এক্সপোতে পিএসজির লক্ষ্য নিয়ে কথা বলেন ফুটবলের এ ক্ষুদে জাদুকর।
তিনি বলেন, ‘পিএসজির লক্ষ্যই হলো চ্যাম্পিয়নস লিগ জেতা। দলের সব খেলোয়াড়েরও অভিন্ন লক্ষ্য। আগে শিরোপা জয়ের খুব কাছে গিয়েছিল দলটি। সব খেলোয়াড়ের জন্যই গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা। আমরা এটি জিততে চেষ্টা করব।’
নাটকীয়ভাবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। সে ঘটনা এখনও মেনে নিতে পারছেন না অনেক বার্সেলোনা সমর্থক। এ বিষয়েও কথা বলেন তিনি।
মেসি বলেন, ‘এটা অনেক বড় একটা পরিবর্তন। একটা জায়গায় অনেক দিন থাকার পর অন্য জায়গায় এসে থাকাটা সহজ নয়। তবে সুন্দর একটি শহরে (প্যারিস) বিশ্বের অন্যতম সেরা একটি দলের সঙ্গে আমরা খুব ভালো করছি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]