ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার লা লিগাতেও দেখা দিয়েছে করোনার প্রভাব। লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে হানা দিয়েছে করোনা। আক্রান্ত হয়েছে ছয় ফুটবলারসহ সাতজন।
কিছুদিন আগে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লুকা মদ্রিচ এবং মার্সেলো। এরপরে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন।
পাঁচজনের মধ্যে চারজন ফুটবলার এবং একজন কোচিং স্টাফ। করোনায় আক্রান্ত হয়েছেন গোলরক্ষক আন্দ্রি লুনিন, গ্যারেথ বেল, মার্কো অ্যাসেনসিও, রদ্রিগো এবং সহকারী কোচ ডেভিড আনচেলত্তি।
করোনাভাইরাস প্রভাবের পর সব খেলোয়াড় এবং কর্মীদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে স্থগিত রাখা হয়েছে অনুশীলন সেশন।
আক্রান্তদের মধ্যে কোনো উপসর্গ আছে কিনা, বিবৃতিতে তা জানানো হয়নি। সরকারের নিয়মানুযায়ী তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
দলে করোনার হানা দেওয়ায় রোববার (১৯ ডিসেম্বর) লা লিগায় কাদিসের বিপক্ষে ম্যাচে থাকবেন না এ ছয় ফুটবলার।
লা লিগায় ১৭ ম্যাচে ১৩ জয় এবং ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে সেভিয়া।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]