‘অশোভন’ আচরণে নিষিদ্ধ লিঁও সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১
‘অশোভন’ আচরণে নিষিদ্ধ লিঁও সভাপতি

মার্শেইর বিপক্ষে ম্যাচ বাতিলের সিদ্ধান্তে অশোভন আচরণ করায় লিঁও সভাপতি জিন মিশেল আলাসকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে আগামী ১০ ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে ফরাসি লিগ (এলএফপি)।

নিষেধাজ্ঞার ফলে ১৯৮৭ সাল থেকে লিঁও স্বত্বাধিকরী আলাস দশ ম্যাচের ৫টিতে বেঞ্চ, রেফারির প্রসাধন কক্ষ ও দাপ্তরিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এলএফপি’র পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরকারী মাশেই’র ফুটবলার দিমিত্রি পায়েটকে দর্শক গ্যালারি থেকে বোতল ছুঁড়ে আহত করার ঘটনায় ২১ নভেম্বরের ম্যাচ বাতিল ঘেষাণা করা হয়েছিল। এর শাস্তি হিসেবে লিঁওর এক পয়েন্ট কেটে নেওয়া ও দুই ম্যাচ রুদ্ধদ্বারে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়।

মাত্র ৫ মিনিট চলার পর থমকে যাওয়া ম্যাচটি পুনরায় শুরুর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন আলাস। এমনকি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনে নিজের পজিশন দেখিয়ে তিনি রেফারিকে হুমকি দেন। পরে রেফারির রিপোর্টের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন ইতো

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন ইতো

ইংল্যান্ড নারী ফুটবল দলের অনন্য রেকর্ড

ইংল্যান্ড নারী ফুটবল দলের অনন্য রেকর্ড

শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্সেনালের নেতৃত্ব হারালেন অবামেয়াং

শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্সেনালের নেতৃত্ব হারালেন অবামেয়াং

ম্যারাডোনা কাপে বার্সাকে হারালো বোকা জুনিয়র্স

ম্যারাডোনা কাপে বার্সাকে হারালো বোকা জুনিয়র্স