অবশেষে ফুটবলকে বিদায় জানালেন আগুয়েরো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
অবশেষে ফুটবলকে বিদায় জানালেন আগুয়েরো

গুঞ্জন ছিল ফুটবলকে বিদায় জানাবেন সার্জিও আগুয়েরো। তবে এতোদিন সেটা গুঞ্জন হিসেবে থাকলেও, এবার সত্য হয়েছে। ফুটবলকে বিদায় জানালেন আগুয়েরো।

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল বুধবার (১৫ ডিসেম্বর) ফুটবলকে বিদায় জানাবেন সার্জিও আগুয়েরো। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, ফুটবলে নিজের ভবিষ্যত নিয়ে কথা বলবেন আগুয়েরো।

শেষ পর্যন্তই বুধবারই ফুটবলকে বিদায় জানালেন আগুয়েরো। মাত্র ৩৩ বছর বয়সেই এ ফুটবলকে বিদায় জানালেন তিনি।

বুধবার ক্যাম্প ন্যুয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আগুয়েরো। এ সময় তিনি বলেন, ‘এই অনুষ্ঠানটা এই কথা জানানোর জন্য যে, আমি সব ধরনের পেশাদার ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুবই কঠিন সময়।’

চলতি বছরের অক্টোবরে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন আগুয়েরো। এরপর থেকেই তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।

শুরুতে জানানো হয়েছিল তিন মাস মাঠের বাইরে থাকবেন তিনি। তবে এক মাস না পেরোতেই গুঞ্জন উঠে ফুটবলকে বিদায় জানাবেন আগুয়েরো।

এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথম ব্যাপার হচ্ছে আমার স্বাস্থ্য। আপনারা জানেন এক মাস আগে হার্টে সমস্যা হয়েছিল। আমি ভালো কিছু ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছি। তারা আমাকে বলেছে সবচেয়ে ভালো হয় যদি খেলা বন্ধ করে দেই। আমি এক সপ্তাহ বা দশদিন আগে এই সিদ্ধান্ত নিয়েছি।’

মাথা উঁচু করেই বিদায় নিচ্ছেন বলে মনে করেন আর্জেন্টাইন এ তারকা। তিনি বলেন, ‘নিজের পরবর্তী জীবন নিয়ে আগুয়েরো বলেছেন, ‘আমি মাথা উঁচু করে বিদায় নিচ্ছি। আমি খুশি। আমি জানি না পরের জীবনে কী অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু এটা জানি, অনেক মানুষ আমাকে ভালোবাসে। তারা চায় আমি যেন সেরা জায়গাতে থাকি।’

চলতি মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার সিটিতে এক দশক কাটানোর পর বার্সেলোনায় যোগ দেন সার্জিও আগুয়েরো। এখানেই ইনজুরিতে পড়েই ফুটবলকে বিদায় জানালেন আগুয়েরো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :