বাতিল হচ্ছে এরিকসেন-ইন্টার মিলান চুক্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
বাতিল হচ্ছে এরিকসেন-ইন্টার মিলান চুক্তি

হৃদযন্ত্রের সমস্যার কারণে ফুটবল থেকে সরে যাচ্ছেন সার্জিও আগুয়েরো। একই সমস্যায় পড়েও ফুটবল থেকে সরে যাচ্ছেন না ডেনমার্কের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান এরিকসেন। তবে তার আর ইন্টার মিলানে খেলা হচ্ছে না। বাতিল হচ্ছে ইন্টার মিলানের সাথে এরিকসেনের চুক্তি।

চলতি বছরের জুনে ইউরোর ম্যাচ চলাকালীন হৃদযন্ত্রের সমস্যায় পড়েছিলেন এরিকসেন। এ সমস্যার পর এখনও মাঠে ফিরতে পারেননি তিনি। এরই মধ্যে খবর এসেছে এরিকসেনের সাথে চুক্তি বাতিল করতে যাচ্ছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

অবশ্য কিছুদিন আগে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন ক্রিস্টিয়ান এরিকসেন। প্রতিযোগিতামূলক ফুটবল না খেললেও অনুশীলনে ফিরেছেন তিনি।

হৃদযন্ত্রের সমস্যার কারণে এরিকসেনের দেহে বসানো হয়েছে আইসিডি নামক একটি যন্ত্র। যা তার হৃদস্পন্দনকে নজরদারিতে রাখে। ইতালির অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় পূর্ণভাবে সুস্থ হলেই তবে মাঠে ফিরতে পারবেন। কোনো প্রকার আইসিডি নিয়ে মাঠে নামতে পারবেন না।

এ নিয়মের কারণেই ইন্টার মিলানে খেলতে পারবেন না এরিকসেন। মূলত এ কারণেই দুই পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মিলান।

একই নিয়মের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ডাচ লিগেও খেলতে পারবেন না ক্রিস্টিয়ান এরিকসেন। তাই হয়তো ইউরোপিয়ান ফুটবলের নিচের দিকের লিগে খেলবেন ক্রিস্টিয়ান এরিকসেন। ধারণা করা হচ্ছে নিজ দেশের লিগ ড্যানিশ লিগেই নতুন করে নাম লেখাবেন এরিকসেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যারাডোনা কাপে বার্সাকে হারালো বোকা জুনিয়র্স

ম্যারাডোনা কাপে বার্সাকে হারালো বোকা জুনিয়র্স

স্থগিত হলো ইংলিশ লিগে রোনালদোদের ম্যাচ

স্থগিত হলো ইংলিশ লিগে রোনালদোদের ম্যাচ

রিয়ালকে হারাতে নিজের সর্বস্ব দিতে রাজি রামোস

রিয়ালকে হারাতে নিজের সর্বস্ব দিতে রাজি রামোস

মাঠের ফুটবল থেকে বিদায় নিচ্ছেন আগুয়েরো

মাঠের ফুটবল থেকে বিদায় নিচ্ছেন আগুয়েরো