চলতি মৌসুমের শুরুতেই অনেক জল ঘোলা করে রিয়াল মাদ্রিদ ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। রিয়াল ছাড়ার প্রথম মৌসুমেই সাবেক দলের বিপক্ষে মাঠে নামতে হবে রামোসকে। এ ম্যাচে নিজের সর্বস্ব দিয়ে পিএসজি জেতাতে চান রামোস।
সোমবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। সেখানে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডেই বিদায় ঘণ্টা বাজবে দুই জায়ান্টের যেকোনো একটির।
সর্বশেষ কয়েক মৌসুমের রিয়ালের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সার্জিও রামোস। তার নেতৃত্বেই চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপা জিতেছিল গ্যালাক্টিকোরা। চলতি ২০২১-২২ মৌসুমে রিয়াল ছেড়ে পিএসজিতে পাড়ি জমান এ স্প্যানিশ তারকা। এবার সেই রিয়ালকে বিদায় করে দেওয়ার জন্যই মাঠে নামতে মুখিয়ে আছেন সার্জিও রামোস।
রামোস জানিয়েছেন, সাবেক ক্লাবের প্রতি ভালোবাসা থাকলেও বর্তমান দলকে জেতাতে মরিয়া হয়ে আছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের ড্র শেষে পিএসজির এ ডিফেন্ডার বলেন, ‘আপনি জানেন রিয়াল মাদ্রিদের জন্য আমার ভালোবাসা ও সম্মান কতটা। তবে এখন আমার দায়িত্ব পিএসজির হয়ে রক্ষণ সামলানো।’
আরও বলেন, ‘পিএসজির জন্য আমি সম্ভাব্য সবকিছু করবো। এই দলটি আমার ওপর আস্থা রেখেছে। আমি পিএসজিকে জেতানোর জন্য জীবন দিতেও প্রস্তুত।’
তবে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে রিয়ালের সঙ্গে পিএসজির খেলা না হলে সেটা সবচেয়ে ভালো হতো বলে মনে করেন সার্জিও রামোস। তিনি বলেন, ‘রিয়ালের মুখোমুখি না হওয়াই পছন্দ করতাম আমি। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়া অবশ্যই আনন্দের। করোনার কারণে আমার বিদায়টা তেমনভাবে হয়নি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]