ইউরোপা লিগের নকআউটে বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১
ইউরোপা লিগের নকআউটে বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বার্সেলোনার জায়গা হয়েছে ইউরোপা লিগে। সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দপ্তরে অনুষ্ঠিত ইউরোপা লিগের নক আউট পর্বের ড্রতে বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে পড়েছে ইতালিয়ান জায়ান্ট নাপোলি।

২০০০-০১ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে কাতালান জায়ান্টরা। ফলে জাভি হার্নান্দেজের বার্সেলোনাকে বাধ্য হয়ে ইউরোপীয়ান প্রতিযোগিতার দ্বিতীয় টায়ারে খেলতে হচ্ছে।

প্লে-অফে যে দল বিজয়ী হবে তাদের জায়গা হবে শেষ ১৬’তে। এছাড়া এবারই প্রথমবারের মতো ইউরোপা লিগের ফরম্যাটে পরিবর্তন এনে প্লে-অফ রাউন্ড রাখা হয়েছে।

ড্র অনুযায়ী প্লে-অফে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ রেঞ্জার্স, ছয় বারের বিজয়ী সেভিয়া খেলবে ডায়নামো জাগ্রেবের বিপক্ষে। পোর্তোর প্রতিপক্ষ ল্যাজিও, অন্যদিকে আরবি লিপজিগ মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
প্লে-অফ রাউন্ডের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে নতুন বছর ১৭ ফেব্রুয়ারি, ফিরতি লেগ হবে ২৪ ফেব্রুয়ারি।

ইউরোপা লিগের আট গ্রুপ বিজয়ী সরাসরি শেষ ১৬’তে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের মধ্যে রয়েছে ওয়েস্ট হ্যাম, মোনাকো, লিঁও ও বায়ার লেভারকুজেন।

নাপোলি ও বার্সেলোনা সর্বশেষ ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের শেষ ১৬’তে মোকাবেলা করেছিল। ওই আসরে দুই লেগ মিলিয়ে বার্সেলোনা ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল।

এবারের ইউরোপীয়ান প্রতিযোগিতা থেকে অ্যাওয়ে গোলের আইন বাতিল করা হয়েছে। সে কারণে অতিরিক্ত সময় ও প্রয়োজন হলে টাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারিত হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠের ফুটবল থেকে বিদায় নিচ্ছেন আগুয়েরো

মাঠের ফুটবল থেকে বিদায় নিচ্ছেন আগুয়েরো

শুধু তরুণ নয়, সবাইকেই কাজ করতে হবে : জাভি 

শুধু তরুণ নয়, সবাইকেই কাজ করতে হবে : জাভি 

লা লিগার সর্বনিন্ম বেতনে বার্সায় দানি আলভেস

লা লিগার সর্বনিন্ম বেতনে বার্সায় দানি আলভেস

জাভির হাতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা : আনচেলত্তি

জাভির হাতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা : আনচেলত্তি