রোমে ছারখার হওয়ার পর দলের খেলোয়াড়দের আগলে রাখছেন বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে। পুরো দায় নিজের তুলে নিয়ে বলেছেন, দোষটা আমার, ম্যাচের আমরা মোটেও পা ফেলতে পারিনি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে এএস রোমার বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল বার্সেলোনা। কিন্তু রোমে গিয়ে ০-৩ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। দু’পর্ব মিলিয়ে ৪-৪ স্কোর হলেও অ্যাওয়ে গোলের সুবাদে সেমিফাইনাল নিশ্চিত করে রোমা।
ম্যাচ শেষে ভালভার্দে বলেন, ‘আমাদের কোনো পাল্টা জবাব ছিল না, সবকিছু তাদের দিকেই গিয়েছিল এবং পুরো সময়টাতেই আমাদের খেলা গোছানোর জন্য লড়াই করতে হয়েছে।’
ব্যর্থতার দায় নিয়ে বার্সা কোচ বলেন, ‘আমি সম্পূর্ণরূপে দায়ী। দলের প্রধান হিসাবে এটা আমার উপরই বর্তায়। তাদের (রোমা) চাপের কারণে আমরা শুধু বলের পেছনে দৌড়াতে বাধ্য হয়েছিলাম, আমরা বিভক্ত হয়ে পড়েছিলাম এবং আমরা দ্বিতীয়বার বল আয়ত্ব করতে পারিনি।’
প্রতিপক্ষের কথা উল্লেখ করে ভালভার্দে বক্তব্য, ‘যখন আপনি হারবেন এবং বিরোধীরা আপনার চেয়ে ভাল হবে তখন বিশ্লেষণটাও হয় চরম। তারা (রোমা) শারীরিকভাবেও শক্তিশালী ছিল এবং সেই সঙ্গে আমাদের অনেক সমস্যা ছিল।’
‘দীর্ঘ মৌসুম এবং প্রতিটি ম্যাচ জিতে এমন একটি প্রতিযোগিতা জেতা সহজ নয়। আমরা জানি ভক্তদের এবং আমাদের জন্য এটা কতটা হতাশাজনক, আমরা সেমিফাইনালে খেলতে চেয়েছিলাম, তবে এটাই ফুটবল’,- যোগ করেন বার্সা কোচ।
ঘুরে দাঁড়ানোর কথা উল্লেখ করে বার্সা বস বলেন, ‘সবাই এখন এর দ্বারা প্রভাবিত কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। কারণ এখনো দুটি প্রতিযোগিতা আছে যা আমরা জিততে পারি। আমি আশা করি এটি আমাদের উপর প্রভাব ফেলবে না, কিন্তু এটি স্পষ্টতই একটি ঝড়। আমাদের সামনে গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে এবং আমরা তা করতে পারব কিনা সেটাই দেখার বিষয়।’