টেকনিক্যাল ভুলের কারণে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নস লিগের ড্র বাতিল করা হয়েছে। নতুন করে আবারও অনুষ্ঠিত হবে ড্র। সোমবার (১৩ ডিসেম্বর) উয়েফার পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সমস্যাটা শুরু হয়েছিল ভিয়ারিয়ালের প্রতিপক্ষ নিয়ে। ড্রতে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হিসেবে নাম উঠে ম্যানচেস্টার ইউনাইটেডের। যা মারাত্মক একটি ভুল ছিল। কারণ, একই গ্রুপে খেলা দলগুলো শেষ ষোলোতে কখনো প্রতিপক্ষ হওয়ার নজির নেই। এখানে সেটিই হয়েছিল।
ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে সেই ড্র বাতিল করে পরে আবারও নতুন করে বল তোলা হয়। তবে এর মধ্যে প্রশ্ন উঠে, যে বলে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম উঠেছিল সেখানে অন্য দলের নাম বাদ পড়েছিল! বিষয়টি নিয়ে সমালোচনা উঠায় পুরো ড্র'ই বাতিল করে উয়েফা।
এক টুইট বার্তায় উয়েফা জানিয়ে দেয়, নতুন করে আবার চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হবে। উয়েফা জানায়, ‘বহিরাগত একটি প্রতিষ্ঠানের সরবরাহকৃত সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্রতে ভুল হয়েছে। ফলে পুরো ড্র কার্যক্রম বাতিল বলে গণ্য হলো।’
একই টুইটে উয়েফা এও জানায়, স্থানীয় সময় বেলা তিনটায় (বাংলাদেশ সময় রাত আটটা) নতুন করে আবারও ড্র অনুষ্ঠিত হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]