শুধু তরুণ নয়, সবাইকেই কাজ করতে হবে : জাভি 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১
শুধু তরুণ নয়, সবাইকেই কাজ করতে হবে : জাভি 

সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন বার্সেলোনা। বাজে পারফর্মেন্সের বৃত্তে ঘুরপাক খাওয়া বার্সেলোনার সিনিয়র ফুটবলাররাও করতে পারছে না বলার মতো পারফর্মেন্স। তরুণ তুর্কিদের উপর ভর করে বার্সেলোনা ভালো করতে পারবে না বলে জানিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ।

রোববার (১২ ডিসেম্বর) রাতে ওসাসুনার বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও ড্র করেছে বার্সেলোনা। দলের হয়ে গোল করেছেন দুই তরুণ তুর্কি নিকো গনজালেজ ও আবেদ এজালজুলি। তাদের পারফর্মেন্সের খুশি হলেও সিনিয়র ফুটবলারদের নিয়ে বেশ হতাশ জাভি।

তিনি বলেন, ‘শুধু তারা (তরুণ ফুটবলার) ভালো করলেই হবে না। অন্যদেরকেও কাজ করতে হবে। আমাদের উপর উপরই ভিন্ন ভিন্ন চাহিদা আছে। তরুণরা সবসময় বার্সাকে খাদের কিনারা থেকে তুলবে না।’

জাভির মতে তরুণরা সবসময় চাপ নিয়ে ভালো করতে পারবে না। তবে ভবিষ্যতে এ তরুণরাই ভালো করবে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে জাভি বলেন, ‘ওরা সব সময় অসাধারণ পারফর্ম করতে পারবে না কারণ ওরা এখনও তরুণ। তবে ভবিষ্যতে ওরা ভালো করতে পারবে। ওরা সবসময় দলকে এগিয়ে নিতে পারবে না।’

ওসাসুনার বিপক্ষে দুইবার এগিয়ে যাওয়ার পরও ড্র করাটা মেনে নিতে পারছেন না কোচ জাভি। শেষ বাঁশি বাজার চার মিনিট আগে গোল হজম করাতে ওসাসুনার কৃতিত্ব দেখছেন তিনি। 

জাভির মতে, সেট পিস থেকে দারুণভাবে গোল করেছে ওসাসুনা। নিজ দলে আরও অনেক উন্নতির জায়গা আছে বলে জানান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :