রিয়াল বেটিসের পর এবার ওসাসুনার কাছে পয়েন্ট হারালো বার্সেলোনা। রোববার (১২ ডিসেম্বর) রাতের লা লিগায় ওসাসুনার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি। সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয় বঞ্চিত জাভি হার্নান্দেজের শিষ্যরা।
কোনোভাবেই হতাশার বৃত্ত ভেঙে বের হতে পারছে না জাভি হার্নান্দেজের শিষ্যরা। কোচের চেয়ারে রোন্যাল্ড কোম্যানের বদলি হিসেবে এসেছেন বার্সা কিংবদন্তি জাভি। জাভির অধীনে টানা তিন ম্যাচ জিতলেও আবারও হারের হতাশার বৃত্তে বন্দি হচ্ছে কাতালান ক্লাবটি।
রোববার লা লিগায় প্রতিপক্ষের মাঠে দুইবার এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে পারেনি বার্সেলোনা। শেষ পর্যন্ত ওসাসুনার সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই বার্সাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
এ ড্রয়ে ১৬ ম্যাচে ৬ জয়, ৬ ড্র এবং ৪ হারে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে বার্সেলোনা।
ওসাসুনার বিপক্ষে ৬২ শতাংশ সময় বল দখলে রেখেছিল কাতালান ক্লাবটি। তবে কাজের কাজ কিছুই হয়নি। গোল করলেও রক্ষণভাগের দূর্বলতায় জয় পায়নি দলটি।
ম্যাচের ১২তম মিনিটে প্রতিপক্ষের সমর্থকদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় বার্সেলোনা। তবে এ লিড ধরে রাখতে পারেনি তারা। একটু পরেই গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান ডেভিড গার্সিয়া।
বিরতির পর আবারও এগিয়ে যায় বার্সেলোনা। তবে ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে গোল করে সমতায় ফেরে ওসাসুনা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]