ক্যারিয়ারের পুরোটা সময় লিভারপুলের হয়ে খেলেছেন ইংলিশ মিডফিল্ডার স্টিভেন জেরার্ড। তাই তো হয়ে গিয়েছিলেন লিভারপুলের ঘরের ছেলে। লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে জেরার্ডের প্রত্যাবর্তন ম্যাচে জয় তুলে নিয়েছে লিভারপুল। তবে এবারের এ জয় জেরার্ডকে খুশি করতে পারেনি। তিনি যে অ্যানফিল্ডে ফিরেছিলেন লিভারপুলের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার কোচ হয়ে।
স্টিভেন জেরার্ডের অধীনে দারুণ ফুটবল খেলছে অ্যাস্টন ভিলা। তবে লিভারপুলের সামনে যেন কোনোভাবেই পেরে উঠছিল না তারা। শেষ পর্যন্ত লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহর একমাত্র গোল জয় তুলে নিয়েছে অল রেডরা।
সর্বশেষ মৌসুমে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৭-২ গোলের ব্যবধানে ম্যাচ হারে লিভারপুল। তবে এবার তা করতে পারেননি। বরং, অল রেডদের কাছে হার মেনেই ঘরে ফিরতে হয়েছে।
শুরু থেকেই একের পর এক আক্রমণে অ্যাস্টন ভিলার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রেখেছিল লিভারপুল। পুরো ম্যাচে ২০ টি শট নিয়েছিল তারা। বিপরীতে মাত্র ৪ টি শট নিতে পেরেছিল অ্যাস্টন ভিলা।
একের পর এক আক্রমণ করে দলকে কোনো সাফল্য এনে দিতে পারেননি সালাহ-মানে-ফিরমিনহোরা। ৬৬তম মিনিটে পেনাল্টি না পেলে হয়তো ড্র করেই মাঠ ছাড়তো লিভাপুল। ৬৬তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন মোহাম্মদ সালাহ।
স্পট কিক আটকানোর সর্বাত্মক চেষ্টা করেছিলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে বার ঘেষে যাওয়া বল আটকাতে পারেননি তিনি। তাই তো পিছিয়ে পড়ে অ্যাস্টন ভিলা।
অ্যাস্টন ভিলার বিপক্ষে এ জয়ে লিগ টেবিলের দুই নম্বরে থাকছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এছাড়াও সাউথহ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে পাঁচ উঠে এসেছে আর্সেনাল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]