মাদ্রিদ ডার্বি দিয়ে মাঠে ফিরছেন বেনজেমা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৬ এএম, ১২ ডিসেম্বর ২০২১
মাদ্রিদ ডার্বি দিয়ে মাঠে ফিরছেন বেনজেমা

ইনজুরির কারণে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মাঠে নামতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। তবে স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন এ ফরোয়ার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন, রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ইনজুরিতে পড়েন করিম বেনজেমা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ম্যাচের ১৬তম মিনিটে মাঠ ছাড়েন তিনি।

রোববার (১২ নভেম্বর) লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। এ ম্যাচে করিম বেনজেমাকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

তিনি বলেন, ‘বেনজেমা অনুশীলন করেছে। সে ভালো আছে এবং ম্যাচে সে খেলবে।’

লা লিগায় ১৬ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা সেভিয়ার পয়েন্ট ৩১ পয়েন্ট। তবে সেভিয়া রিয়ালের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। রিয়ালের সমান সংখ্যক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৯।

নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে থাকলেও ম্যাচ নিয়ে সতর্ক রয়েছেন কোচ আনচেলত্তি। এ ম্যাচে ভালো খেলার ব্যাপারে আশাবাদী তিনি।

এ নিয়ে আনচেলত্তি বলেন, ‘আজ পর্যন্ত আমরা দেখিয়ে আসছি, অন্য সব দলের চেয়ে আমরা ভালো করেছি। এখন পর্যন্ত আমরা ভালো খেলেছি। তবে ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবনা, অতীত নিয়ে নয়।’

ডিয়েগো সিমিওনের শিষ্যদের বিপক্ষে ম্যাচ খুবই চ্যালেঞ্জিং হবে বলে জানান রিয়াল কোচ। দর্শকদের জন্যও এ ম্যাচ উপভোগ্য হবে বলে জানান তিনি।

‘আমরা দুই দলই প্রতি-আক্রমণ বেশি করি…আতলেতিকো খুবই শক্তিশালী প্রতিপক্ষ। চ্যালেঞ্জিং, সেটপিসগুলো…দুই দলের জন্যই ম্যাচটি হবে খুব, খুবই কঠিন। আমার মনে হয়, দারুণ একটি ম্যাচ হবে এবং দর্শকদের জন্যও তা উপভোগ্য হবে।’- বলেন আনচেলত্তি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড গড়ে শেষ ষোলোতে লিভারপুল, সঙ্গী রিয়াল-অ্যাথলেটিকো-আয়াক্স

রেকর্ড গড়ে শেষ ষোলোতে লিভারপুল, সঙ্গী রিয়াল-অ্যাথলেটিকো-আয়াক্স

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার জেল

সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার জেল

জাভির হাতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা : আনচেলত্তি

জাভির হাতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা : আনচেলত্তি