দ. আমেরিকাকে সমর্থন মেসি-সুয়ারেজের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ পিএম, ১১ এপ্রিল ২০১৮
দ. আমেরিকাকে সমর্থন মেসি-সুয়ারেজের

২০৩০ সালে দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ ফুটবল আয়োজনের পক্ষে রয়েছেন বিশ্ব তারকা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েকে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য সহায়তা করবেন মেসি ও সুয়ারেজ, আজ এএফপিকে এমনটাই বললেন নিলামের আয়োজকরা।

নিলামের যৌথ সমন্বয়ক ফার্নান্দো মারিন বলেন, ‘এই উদ্যোগে মেসি আমাদের সাথে যোগ দিবেন এবং অবশ্যই সুয়ারেজও। আমাদের লক্ষ্য সর্ম্পকে মেসিকে অবগত করেছি এবং তিনি মনে করেন, এটি সম্ভবপর।’

আর্জেন্টিনার ক্রীড়ামন্ত্রী কালোর্স ম্যাক আলিষ্টার বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ যে, বিশ্ব ফুটবলের দুই মহাতারকার সমর্থন আমাদের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০৩০ সালে আমার এখানে থাকবো না, মেসি থাকবে। আমাদের সহায়তা করার জন্য সে মহান ইচ্ছা দেখিয়েছেন। সে অবশ্যই বিশ্বকাপের পতাকা বহনকারী হবে।’

১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর বসেছিলো উরুগুয়েতে এবং স্বাগতিকরাই শিরোপা জয় করেছিলো। মন্টিভিডিওর সেন্টেনারি স্টেডিয়ামে ঐ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয় করেছিলো উরুগুয়ে। আর্জেন্টিনাও একবার বিশ্বকাপ আয়োজন করেছিলো। সেটি ১৯৭৮ সালে। তবে এখন পর্যন্ত বিশ্বকাপ আয়োজন করতে পারেনি প্যারাগুয়ে।

আগামী জুনে বিশ্বকাপের ২১তম আসর অনুষ্ঠিত হবে রাশিয়াতে। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে কাতার।



শেয়ার করুন :


আরও পড়ুন

র‌্যাঙ্কিংয়ে পেছালো আর্জেন্টিনা, স্থিতিশীল ব্রাজিল

র‌্যাঙ্কিংয়ে পেছালো আর্জেন্টিনা, স্থিতিশীল ব্রাজিল

হারের দায় নিজের কাঁধেই নিচ্ছি : সাম্পাওলি

হারের দায় নিজের কাঁধেই নিচ্ছি : সাম্পাওলি

ইতালির মান বাঁচল ইনসিনিয়ে

ইতালির মান বাঁচল ইনসিনিয়ে

স্পেনের সামনে অসহায় আর্জেন্টিনার ৬ গোলের হার

স্পেনের সামনে অসহায় আর্জেন্টিনার ৬ গোলের হার