রাজধানী ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। শনিবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপালের মেয়েরা।
মেয়েদের ফুটবলের এ টুর্নামেন্টে দলকে সমর্থন ও গ্যালিরিতে দর্শক টানতে ক্যাম্পেইন চালু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত ফ্রি টিকিট দেওয়া হবে। এছাড়া ভাগ্যবান ৫০ জনকে দেওয়া হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের জার্সি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। টিকিট পেতে ও জার্সি পাওয়ার ভাগ্যে যুক্ত হতে বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে।
‘রেজিষ্ট্রেশন করুন টিকিট জিতুন’ শিরোনামের ক্যাম্পেইনে বলা হয়, ‘বাংলাদেশ অ-১৯ নারী ফুটবল দলকে গ্যালারিতে বসে সমর্থন দিতে চলে আসুন মাঠে। রেজিষ্ট্রেশন করলেই প্রতি ম্যাচের টিকিট। এছাড়া বাংলাদেশ অ-১৯ নারী দলের জার্সি (৫০টি)।’
এছাড়া কিছু বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। বলা হয়, বাছাইকৃত ম্যাচের আগের দিন বাফুফে ভবন থেকে টিকিট সংগ্রহ করতে হবে। ভাগ্যবান ৫০ জনকে ফোন কল করে জার্সি সংগ্রহের তথ্য জানিয়ে দেওয়া হবে। এছাড়া যেকোন সিদ্ধান্ত বাফুফে পরিবর্তন করতে পারে বলেও জানানো হয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]