ইউরোপা কনফারেন্স লিগে মাঠে নামার আগে বড়সড় ধাক্কা খেয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার। আট ফুটবলারসহ ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছেন কোচ অ্যান্তেনিও কন্তে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে রেনের বিপক্ষে মাঠে নামবে টটেনহাম। এ ম্যাচের আগেই ধাক্কা খেয়েছে তারা।
রেনের বিপক্ষে মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে কোচে অ্যান্তেনিও কন্তে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান আট ফুটবলার ছাড়াও কোচিং স্টাফের পাঁচ জন করোনা আক্রান্ত হয়েছেন।
কন্তে বলেন, ‘প্রতিদিন আমাদের দলের কেউ না কেউ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। আজকে অনুশীলনের পর আরেকজন খেলোয়াড় ও স্টাফ পজিটিভ হয়েছে। কাল কে? আমি? নাকি আরেকজন স্টাফ?...পরিস্থিতি গুরুতর।’
ম্যাচ অনুশীলনে সময় একে অপরের সংস্পর্শে আসার কারণে করোনা পরিস্থিতি গুরুতর হয়েছে বলে জানান কন্তে। তিনি বলেন, ‘(রেনের বিপক্ষে) ম্যাচটির জন্য আমাদের ১১ জন খেলোয়াড় প্রস্তুত ছিল। কিন্তু আজকের অনুশীলনের পর শুরুর একাদশে থাকত এমন একজন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছে। ভয়ানক পরিস্থিতি। আমরা সবাই একে অপরের সংস্পর্শে আসছি।’
ইউরোপা কনফারেন্স লিগে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপে দুই নম্বরে অবস্থান করছে টটেনহাম। সমান সংখ্যক ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রেনে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]