পুরো বিশ্বজুড়েই করোনা পরিস্থিতি আবারও অবনতির দিকে। একই অবস্থা জার্মানির বাভারিয়ান অঞ্চলে। তাই তো,অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিতব্য বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ ম্যাচে থাকবে না কোনো দর্শক।
বুধবার (৮ ডিসেম্বর) চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। এ ম্যাচে কোনো দর্শক না থাকার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব লা লিগা।
চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বায়ার্নের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। হতাশাজনক এক অধ্যায় শেষে বিদায় নিয়েছেন কোচ রোন্যাল্ড কোম্যান। তার স্থলাভিষিক্ত হয়েছেন জাভি। জাভির অধীনে বায়ার্নের মুখোমুখি হবে বার্সেলোনা।
‘ই’ গ্রুপে ৫ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানে আছে বায়ার্ন। ইতিমধ্যে শেষ ১৬ নিশ্চিত করেছে তারা। অপরদিকে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পরের রাউন্ডে যেতে মেলাতে হবে অনেক যদি-কিন্তুর হিসাব।
শুধু বায়ার্ন-বার্সা ম্যাচ নয়, জার্মানিতে একই দিনে লাইপজিগের মাঠে খেলতে নামবে ম্যানচেস্টার সিটি। লাইপজিগ-ম্যানসিটি ম্যাচেও থাকবে না কোনো দর্শক।
কোভিড-১৯ সংক্রামণের ঊর্ধ্বগতি ঠেকাতে জার্মান সরকার নতুন নিয়ম চালু করেছে। সেখানে বুন্দেস লিগার ম্যাচে স্টেডিয়ামের ধারণা ক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। তবে দর্শক সংখ্যা কোনোভাবে ১৫ হাজারের বেশি হতে পারবে না।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]