ইউরো চলাকালীন মাঠেই হার্ট অ্যাটাকের শিকার হন ডেনমার্কের স্ট্রাইকার ক্রিস্টিয়ান এরিকসেন। ধারণা করা হয়েছিল, হয়তো মাঠে ফিরতে পারবেন না তিনি। তবে সব শঙ্কা দূর করে মাঠে ফিরেছেন ডেনমার্কের এ তারকা ফুটবলার।
চলতি বছরের ১২ জুন ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়েন ডেনমার্ক তারকা ক্রিস্টিয়ান এরিকসেন। হাসপাতালে সুস্থ হয়ে উঠেন। পরে জানা যায়, পুরোপুরি সুস্থ হলে যেকোনো সময় মাঠে ফেরার জন্য প্রস্তুত হতে পারেন তিনি। অবশেষে সব শঙ্কা কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি।
সুস্থ হওয়ার পর এরিকসেন জানিয়েছিলেন ইতালিয়ান ফুটবলে ফিরতে পারবেন না তিনি। তাই তো শৈশবের ক্লাব ওদেনসে বোল্ডক্লুবের হয়ে অনুশীলনে ফিরেছেন তিনি।
হৃদযন্ত্রের অসুস্থতার পরও মাঠে ফিরতে মরিয়া ছিলেন এ ড্যানিশ স্ট্রাইকার। সে কারণেই পুরোপুরি সুস্থ হয়েই তবে মাঠে ফিরেছেন তিনি।
ক্রিস্টিয়ান এরিকসেনের মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ওদেনসে বোল্ডক্লুবের এক কর্মকর্তা।
তিনি বলেন, ‘এরিকসন আমাদের কাছে এসেছে। সে নিজের ইচ্ছেতেই অনুশীলন করছে। এটা আসলে সাধারন ব্যাপার যেহেতু সে এখানে খেলেছে এবং আশেপাশেই থাকে। আমরা তাকে অনুশীলনের সুযোগ দিতে পেরে অনেক খুশি।’
ওদেনসে বোল্ডক্লুবের যুব একাডেমিতে বেড়ে উঠেন ক্রিস্টিয়ান এরিকসেন। যুব একাডেমিতে ৩০৫ ম্যাচ খেলে ৬৯ গোল করেন তিনি।
এখান থেকে আয়াক্স হয়ে ইন্টার মিলানে যোগ দেন তিনি। তবে ইন্টার মিলানে চুক্তির পুরো মেয়াদ শেষ করতে পারেননি তিনি।
হার্ট অ্যাটাকের পর ইতালিয়ান ফুটবলে আর না খেলার সিদ্ধান্ত নিলে ইন্টার মিলান এরিকসেনের সাথে চুক্তি বাতিল করে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]