ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠিয়ে প্রথমে লিড নেয় প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা আর্সেনাল। বিরতির ঠিক আগে দলকে সমতায় ফেরান ব্রুনো ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ানো রোনালদো রেকর্ড করা গোলে এগিয়ে গেলেও সমতায় ফিরে আর্সেনাল। তবে শেষ দিকে রোনালদো নেওয়া সফল স্টট কিকে জয়ের আনন্দের ভাসে ম্যানইউ।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে প্রিমিয়ার লিগের এ লড়াইয়ে ৩-২ গোলে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে টেবিলে তারা ৭ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে, হারলেও টেবিলের ৫ নম্বরে রয়েছে আর্সেনাল।
বল দখলে এগিয়ে থাকা আর্সেনাল ১৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায়। তবে এখানেও ঘটে যায় বিতর্কিত ঘটনা। ডি বক্সের বাইরে থেকে হাফ ভলিতে জালে বল পাঠান এমিলি স্মিথ। ফ্রেদ ম্যাচ অফিসিয়ালের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও খেলা বন্ধ করতে দেরি করেন রেফারি। এর মধ্যে বল জালে চলে যায়। নিয়মানুযায়ী সেটা গোল বলেই ধরে নেওয়া হয়।
গোল খেয়ে আক্রমণাত্মক হয়ে উঠেন রোনালদোরা। তবে গোলের সুযোগ তৈরি করতে পারছিলেন না তারা। বিরতিতে যাওয়ার টিক আগে সমতায় ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৪তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ফের্নান্দেস।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২তম মিনিটে ইতিহাস গড়েন রোনালদো। মার্কাস র্যাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে মাত্র ১০ গজ দূর থেকে ঠিকানা খুঁজে নেন তিনি। ক্যারিয়ারে ৮০০ গোলের রেকর্ড স্পর্শ করেন রোনালদো।
রোনালদো রেকর্ড করা গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে গেলেও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। দুই মিনিট পরেই ৫৪তম মিনিটে দলকে সমতায় ফেরান মার্টিন ওডেগোর।
আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ৭০তম মিনিটে আবারও এগিয়ে যায়। ম্যাচে আর কোন গোল না হওয়ায় স্পট কিক থেকে জয়সূচক এ গোলটি করেন রোনালদো। ইউনাইটেডের ফ্রেদকে ডি-বক্সে ওডেগোর ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছেলেন রেফারি।