হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০২ ডিসেম্বর ২০২১
হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

আক্রমণভাগে নিজেদের সেরা ফর্ম না থাকা সত্ত্বেও বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে রিয়ালকে চেপে ধরে অ্যাথলেটিক বিলবাও। শেষ পর্যন্ত সাফল্য তুলে নিতে পারেনি। কঠিক সময়েও হার না মানার মানসিকতা থাকাই ম্যাচ জিততে পেরেছে বলে মনে করেন রিয়াল কোচ আনচেলত্তি। 

বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ১৮ টা শট নিলেও শেষ দিকে রিয়ালকে বেশ কঠিন পরীক্ষার মধ্যে ফেলে। তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য রিয়ালের দিকেই আসে।

ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, নিজেদের সেরা খেলা খেলতে না পারলেও ফলাফলে তিনি সন্তুষ্ট।

তিনি আরও জানান, রিয়ালের ফুটবলারদের হার না মানার মানসিকতা থাকার কারণেই তারা ম্যাচ জিততে পেরেছেন।

আনচেলত্তি বলেন, ‘মাঠে কঠিন সময়ে লড়তে জানাটাও একটি দলের গুণ। আমরা জানি, কিভাবে ফুটবল খেলতে হয়। আর যখন আমরা নিজেদের মতো করে খেলতে পারি না তখন কীভাবে লড়াই চালিয়ে যেতে হয়, সেটা জানি আমরা।’

তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদ কখনও হাল ছেড়ে দেয় না। আমরা মানসিকভাবে দৃঢ় ও দলের প্রতি নিবেদিত। কখনও কখনও আমরা নিজেদের সহজাত দক্ষতা দেখাতে না পারলে অন্য পথ বেছে নেই।’

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের খারাপ খেলার কথা স্বীকার করেছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘প্রথমার্ধের চেয়ে ম্যাচের শেষটা আমার বেশি ভালো লেগেছে- আমাদের খেলায় তখন কিছু ঘাটতি ছিল।’ 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বেনজেমার গোলে জিতলো রিয়াল

বেনজেমার গোলে জিতলো রিয়াল

ইংল্যান্ড নারী ফুটবল দলের অনন্য রেকর্ড

ইংল্যান্ড নারী ফুটবল দলের অনন্য রেকর্ড

আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের দায়িত্ব নিচ্ছেন মাসচেরানো

আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের দায়িত্ব নিচ্ছেন মাসচেরানো

লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল

লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল