নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওকে আতিথ্য দিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে পয়েন্ট খোয়ানোর শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে ম্যাচ জিতে নিয়েছে গ্যালাকটিকোরা।
বলের দখলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ, বিলবাওয়ের বিপক্ষে করতে পারেনি আক্রমণ। এতেই রিয়ালের উপর ভর করেছিল হারের শঙ্কা।
ম্যাচের শুরুতেই বিলবাওয়ের রক্ষণে আঘাত হানে রিয়াল মাদ্রিদ। তবে রক্ষণের দৃঢ়তায় গোল বঞ্চিত হয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। উল্টো ২০ ও ২৬ মিনিটে দুইবার আক্রমণ করে বিলবাও। তবে গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় বেঁচে যায় গ্যালাক্টিকোরা।
ম্যাচের ৪০তম মিনিটে বিলবাওয়ের জাল ভেদ করেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। লুকা মদ্রিচের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
বিরতি থেকে ফিরে টনি ক্রুস এবং ভিনিয়াস বিলবাওয়ের রক্ষণে ঢুকে পড়লেও গোলের দেখা পাননি। উল্টো ম্যাচের ৭৫তম মিনিটে গোলের দারুণ সুযোগ মিস করেন বিলবাওয়ের ওয়িহান। রিয়ালের গোলবারের অতন্দ্র প্রহরী কোর্তোয়ার কারণে গোলের দেখা পায়নি দলটি।
এরপরে আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল দলটি। তবে বিলবাও ম্যাচে সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ। পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় লিগের শীর্ষস্থান আরও দৃঢ় করে গ্যালাক্টিকোরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]