বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে অনন্য রেকর্ড গড়েছে ইংল্যান্ড নারী ফুটবল দল। লাটভিয়াকে ২০-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। এর আগে নারীদের ফুটবলে এত বড় ব্যবধানে কোন দলই কোন প্রতিযোগিতায় জিততে পারেনি।
এ ম্যাচে হ্যাটট্রিক করে ইংল্যান্ডের নারী ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে উঠে এসেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার এলেন হোয়াইট। এ রেকর্ড গড়ার পথে কেলি স্মিথকে পিছনে ফেলেছেন তিনি।
জাতীয় দলের জার্সিতে এলেন হোয়াইটের গোল সংখ্যা ৪৮। ম্যাচে তিন গোল করে কেলি স্মিথকে পিছনে ফেলেছে হোয়াইট। কালকের ম্যাচের বিরতির পরপরই তিনি হ্যাটট্রিক পূরণ করেন।
এলেন হোয়াইট ছাড়াও আরো হ্যাটট্রিক করেছেন লুরেন হেম্প, বেথ মিড ও বদলি ফুটবলার আলেসিয়া রুসে। এর মধ্যে হেম্প হ্যাটট্রিকসহ চার গোল করেছেন। স্কোরশিটে নাম লেখানো অন্য খেলোয়াড়রা হলেন এলা টুনে, জর্জিয়া স্ট্যানওয়ে, জেস কার্টার, জিল স্কট ও জর্ডান নোবস।
এর আগে ২০০৫ সালে হাঙ্গেরিকে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছিল থ্রি লায়ন্সরা। কাল সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল হোয়াইট বাহিনী।
এর আগে এ বাছাইপর্বে রিগাতে স্বাগতিক লাটভিয়াকে ১০-০ গোলে পরাজিত করেছিল ইংল্যান্ড। এ নিয়ে ডি-গ্রুপে ছয় ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিল ইংল্যান্ড। এ ম্যাচগুলোতে ইংল্যান্ড ৫৩ গোল করলেও একটি গোলও হজম করেনি। বাছাইপর্বে তারা অস্ট্রিয়া ও নর্দান আয়ারল্যান্ডকে পাঁচ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শীর্ষে রয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]