বছরখানিক আগে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন তারকা হ্যাভিয়ের মাসচেরানো। খেলোয়াড়ি জীবন থেকেই ফুটবলকে অনেক ভালোভাবে বোঝার জন্য সবসময় কোচদের আলাদা নজরে ছিলেন মাসচেরানো। এরই ধারাবাহিকতায় আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি।
মাসচেরানোর আর্জেন্টিনার বয়স ভিত্তিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়টা নিশ্চিত করেছে আর্জেন্টাইন বিভিন্ন গণমাধ্যম। তবে এখনও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এতদিন আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের কোচের দায়িত্বে ছিলেন ফার্নান্দো বাতিস্তা। তবে ভেনিজুয়েলা জাতীয় দলে সহকারী কোচের দায়িত্ব নিতে আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপরেই সেখানে সম্ভাব্য কোচের তালিকায় মাসচেরানোর নাম আসে।
কোচিং ক্যারিয়ারে নতুন হলেও খেলোয়াড়ি জীবনে বেশ সফল ছিলেন মাসচেরানো। খেলেছেন রিভারপ্লেট, করিন্থিয়াস, লিভারপুল, বার্সেলোনার মতো ক্লাবে। বার্সেলোনায় ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় কাটিয়েছেন এ আর্জেন্টাইন মিডফিল্ডার।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছিলেন হ্যাভিয়ের মাসচেরানো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মাসচেরানো। সে বছরই বার্সেলোনা ছেড়ে চীনের ক্লাব চায়না ফরচুনে যোগ দেন। সেখান থেকে নিজ দেশের ক্লাব এন্তুদিয়েন্তেসে ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন তিনি।
আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৭ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাসচেরানো। ১৫৮ ম্যাচ খেলে মাসচেরানোর উপরে অবস্থান করছেন তারই একসময়ের জাতীয় দল এবং ক্লাব সতীর্থ লিওনেল মেসি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]