প্লে-অফে রোনালদোর পর্তুগালের সামনে ইউরোজয়ী ইতালি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ পিএম, ২৭ নভেম্বর ২০২১
প্লে-অফে রোনালদোর পর্তুগালের সামনে ইউরোজয়ী ইতালি

সরাসরি বিশ্বকাপ খেলতে ব্যর্থ হয়েছে ইতালি এবং পর্তুগাল। তবে শেষ পর্যন্ত যেকোনো একটি দলকে দেখা যাবে কাতার বিশ্বকাপে। কারণ বিশ্বকাপে যাওয়ার প্লে-অফে মিশনে রোনালদোর পর্তুগালের মুখোমুখি হতে পারে ইউরোপ সেরা ইতালি। 

প্লে-অফ সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জিতে গেলে ফাইনালে মুখোমুখি হবে ইতালি এবং পর্তুগাল। তাই তো শঙ্কা জেগেছে যেকোনো একদল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বিশ্বকাপ বাছাই পর্বে নিজ নিজ গ্রুপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি পর্তুগাল এবং ইতালি। তখনই শঙ্কা জেগেছিল প্লে অফে মুখোমুখি হতে পারে এ দুই দল। সে শঙ্কায় সত্যি হয়েছে। অবশেষে এ দুই দল প্লে অফে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

ইউরোপীয় প্লে অফে তিন নম্বর গ্রুপে পড়েছে ইতালি এবং পর্তুগাল। সেখানে তাদের প্রতিপক্ষে হিসেবে আছে যথাক্রমে উত্তর মেসিডোনিয়া এবং তুরস্ক। শেষ চারে নিজ নিজ ম্যাচে জিতলে ফাইনালে দেখা হবে এ দুই দলের। ফাইনালে মুখোমুখি হওয়ার আগে কেউ হেরে গেলে সেখানেই শেষ হবে তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন।

ইউরোপ অঞ্চলের ১০ গ্রুপের রানার্স আপের পাশাপাশি প্লে অফে খেলার সুযোগ পেয়েছে নেশনস লিগ থেকে বিশ্বকাপে সুযোগ না পাওয়া দুই দল। মোট ১২ দল নিয়ে আয়োজিত হবে প্লে-অফ রাউন্ড। মোট ১২ দলকে ৩ টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই ৩ গ্রুপের চ্যাম্পিয়ন দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে জুরিখে ফিফার সদর দপ্তরে প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানেই গ্রুপ নির্ধারণ করা হয়।

গ্রুপ সেমিফাইনালের পার করতে পারলে তবেই দেখা মিলবে ইতালি-পর্তুগাল লড়াই। তবে এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে, ইতালি না হয় পর্তুগাল যেকোনো এক দল বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপে পুড়বে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর ইউনাইটেড গুরু হচ্ছেন র‍্যালফ র‍্যাংনিক

রোনালদোর ইউনাইটেড গুরু হচ্ছেন র‍্যালফ র‍্যাংনিক

বসুন্ধরা ছেড়ে আবাহনীতে গেলেন বিশ্বকাপ খেলা কলিন্দ্রেস

বসুন্ধরা ছেড়ে আবাহনীতে গেলেন বিশ্বকাপ খেলা কলিন্দ্রেস

সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার জেল

সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার জেল

ঘরের মাঠে বেনফিকার সাথে  ড্র করে বিপাকে বার্সেলোনা

ঘরের মাঠে বেনফিকার সাথে  ড্র করে বিপাকে বার্সেলোনা