দলের বাজে ফর্মে কারণে চাকরিচ্যুত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সোলশার। তার বদলি হিসেবে পচেত্তিনো, জিদান, ভালভার্দের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত র্যালফ র্যাংনিককে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
চলতি ২০২১-২২ মৌসুমের প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গিয়েছে। এমন সময় চাকরিচ্যুত হয়েছেন ওলে গানার সোলশার। মৌসুমের বাকি অর্ধের সময়ের জন্য দায়িত্ব পালন করবেন র্যালফ র্যাংনিক।
সোলশারকে বরখাস্ত করার পর নতুন কোচের সন্ধানে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পূর্ণকালীন না হলেও অন্তবর্তীকালীন কোচের জন্যও মরিয়া ছিল ইউনাইটেড। এ কারণেই অন্তবর্তীকালীন কোচ হিসেবে র্যালফ র্যাংনিককে নিয়োগ দিয়েছে তারা।
তবে বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, স্থায়ী কোচ হিসেবে মারিসিও পচেত্তিনোর ব্যাপারে বেশি আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও তিনি বর্তমানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের দায়িত্বে আছেন।
পূর্নকালীন কোচ হিসেবে অন্য কেউ আসলেও র্যাংনিক ম্যানচেস্টারে থেকে যাবেন। রেড ডেভিলদের পরামর্শক হিসেবে কাজ করবেন বলে জানা গেছে।
জার্মান ক্লাব শালকে, লাইপজিগের মতো দলকে কোচিং করিয়েছেন র্যাংনিক। ২০০৪-০৫ মৌসুমে শালকে-০৪ কে বুন্দেসলিগা রানার্স আপ করেছেন তিনি।
এছাড়াও ২০১২ সাল থেকে আরবি লাইপজিগের উত্থানের পিছনেও সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন র্যাংনিক। সর্বশেষ চলতি মৌসুমের শুরুতেই লোকমোটিভ মস্কোর হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]