পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে তুলনা করা হয় ম্যারাডোনা-পেলের সঙ্গে। হালের ‘বিশ্বসেরা’ এই তারকার সঙ্গে তুলনায় চলে আসে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ আইকন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে, ব্রাজিলের সাবেক মহাতারকা রোনালদিনহোর কাছে এগিয়ে মেসি।
২০০৮ সালে ব্রাজিলিয়ান তারকা স্প্যানিশ জায়ান্ট বার্সা থেকে বিদায় নেওয়ার পর কাতালানদের হাল ধরেছিলেন মেসি। রোনালদিনহোর অভাব পূরণ করেন আজেন্টাইন ফরোয়ার্ড। সম্ভব হলে আবারো মেসির পাশে খেলার ইচ্ছের কথা জানালেন রোনালদিনহো।
কার সঙ্গে আবারো খেলার সুযোগ চান-এমন প্রশ্নে মালয়েশিয়ায় এক প্রচারণামূলক ইভেন্টে দুইবারের বর্ষসেরা ফুটবলার রোনালদিনহো জানান, ‘মেসি, তার সঙ্গে খেলতে খুব ভালো লাগতো। যথেষ্ট সময় তার সঙ্গে খেলতে পারিনি। সে বেশ ছোট ছিল। আরও একবার তার সঙ্গে মাঠে খেলতে পারলে দারুণ হতো।’
এই মৌসুমে ট্রেবল শিরোপা জেতার পথে রয়েছে বার্সা। মেসির হাত ধরেই সেটা সম্ভব বলে মনে করেন রোনালদিনহো। লা লিগায় ইতোমধ্যেই শিরোপার বাতাস পাচ্ছে কোপা দেল রে জয়ী বার্সা। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমাকে হারিয়ে সেমি ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে মেসি অ্যান্ড কোং।