বসুন্ধরা ছেড়ে আবাহনীতে গেলেন বিশ্বকাপ খেলা কলিন্দ্রেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৬ নভেম্বর ২০২১
বসুন্ধরা ছেড়ে আবাহনীতে গেলেন বিশ্বকাপ খেলা কলিন্দ্রেস

চুক্তির প্রস্তাব প্রত্যাশামাফিক না হওয়ায় বসুন্ধরা কিংস ছেড়ে নিজ দেশে ফিরে এসেছিলেন ড্যানিয়েল কলিনদ্রেস। তবে আবারও ঢাকায় ফিরে আসছেন তিনি। এবার আর বসুন্ধরা কিংসের জার্সিতে নয়, ফিরবেন আবাহনীর জার্সি গায়ে।

২০২১-২২ মৌসুমের জন্য আবাহনীতে নাম লিখিয়েছেন ড্যানিয়েল কলিন্দ্রেস। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকায় ফিরেছেন তিনি। তাকে এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে আবাহনী ম্যানেজার  সত্যজিত দাশ রুপু।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর বসুন্ধরা কিংসে যোগ দেন ড্যানিয়েল কলিন্দ্রেস। দলটির হয়ে হয়ে দুই মৌসুমে তিনটি শিরোপা জেতেন তিনি। বসুন্ধরার হয়ে ২৯ ম্যাচে করেন ১৪ গোল।

আরও এক মৌসুম বসুন্ধরায় খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন কলিনদ্রেস। তবে করোনাভাইরাস মহামারির কারণে স্বল্প সময়ের জন্য চুক্তির অফার দিয়েছিল তারা। শেষ পর্যন্ত দুই পক্ষের মতের মিল না হওয়ায় কোস্টারিকায় ফেরেন তিনি।

এক মৌসুম পরেই নতুন দলের হয়ে খেলার জন্য ঢাকায় ফিরলেন কলিনদ্রেস। শনিবার (২৭ নভেম্বর) শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপ দিয়ে নতুন মিশন শুরু করবেন ড্যানিয়েল কলিনদ্রেস।

ঘরোয়া ফুটবলে বসুন্ধরার আগমণের পর থেকেই একের পর চমক দেওয়া শুরু করেছিল তারা। এবার সে তালিকায় যুক্ত হলো আবাহনী লিমিটেড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার জেল

সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার জেল

ঘরের মাঠে বেনফিকার সাথে  ড্র করে বিপাকে বার্সেলোনা

ঘরের মাঠে বেনফিকার সাথে  ড্র করে বিপাকে বার্সেলোনা

শেরিফের বিপক্ষে রিয়াল স্কোয়াডে নেই বেল-হ্যাজার্ড

শেরিফের বিপক্ষে রিয়াল স্কোয়াডে নেই বেল-হ্যাজার্ড

এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী

এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী