সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার জেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ এএম, ২৫ নভেম্বর ২০২১
সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার জেল

করিম বেনজেমার ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল সেক্স-টেপ কান্ড। অবশেষে সে মামলার নিষ্পত্তি হয়েছে। ফ্রান্সের একটি আদালত রিয়াল মাদ্রিদের এ স্ট্রাইকারকে দোষী সাব্যস্ত করেছে। রায়ে বেনজেমাকে এক বছরের স্থগিত কারাদন্ড দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় আদালতে ছিলেন না বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার জন্য মালদোভায় অবস্থান করছেন তিনি। বেনজেমা উপস্থিত না থাকলেও এ রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

ফ্রান্সের আদালতে রায়ে করিম বেনজেমাকে স্থগিত কারাদন্ড দেওয়া হয়েছে। একারণে তাকে জেলে যেতে হবে না।

বেনজেমার বিরুদ্ধে ২০১৫ সালে এ মামলাটি করেন ফ্রেঞ্চ দলে তার সতীর্থ ম্যাথু ভালবুয়েনা। সেখানে ভালবুয়েনার অভিযোগ ছিল সেক্স-টেপের ভয় দেখিয়ে তার সাথে প্রতারণা করেছেন বেনজেমা। এ অভিযোগে দীর্ঘ পাঁচ বছর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

এ অভিযোগ তাকে সর্বশেষ পাঁচ বছরে দলে ডাকেননি কোচ দিদিয়ের দেশম। তখন ভাবা হয়েছিল হয়তো আর কখনই জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরবেন না তিনি।

তবে সবাইকে অবাক করে দিয়ে চলতি বছর জাতীয় দলের জার্সি গায়ে আবারও মাঠে ফেরেন করিম বেনজেমা। জাতীয় দলে ফিরে ইতিমধ্যেই নয় গোল করেছেন তিনি। তবে এ রায়ের কারণে আবারও জাতীয় দল থেকে বেনজেমা বাদ পড়বেন কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে বেনফিকার সাথে  ড্র করে বিপাকে বার্সেলোনা

ঘরের মাঠে বেনফিকার সাথে  ড্র করে বিপাকে বার্সেলোনা

শেরিফের বিপক্ষে রিয়াল স্কোয়াডে নেই বেল-হ্যাজার্ড

শেরিফের বিপক্ষে রিয়াল স্কোয়াডে নেই বেল-হ্যাজার্ড

এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী

এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী

এখনই অবসরে যাচ্ছেন না আগুয়েরো : জাভি

এখনই অবসরে যাচ্ছেন না আগুয়েরো : জাভি