সাম্প্রতিক সময়ে বেশ বাজে সময় কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই তো ব্যর্থতার দায়ে চাকরিচ্যুত হতে পারেননি কোচ ওলে গানার সোলশার। বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ গণমাধ্যম।
লিভারপুল-ম্যানচেস্টার সিটির কাছে কোনো পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচেই ওয়াটফোর্ডের কাছেও হেরেছে তারা। এতেই ওলে গানার সোলশারের চাকরি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতেই তিন বছরের জন্য সোলশারকে নিয়োগ দেয় রেড ডেভিলরা। তবে দায়িত্বের মেয়াদ বাড়লেও কাজের কাজ করতে পারছেন না সোলশার। তার উপর আস্থা রাখার চেষ্টা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। তবে ওয়াটফোর্ডের কাছে ৪-১ ব্যবধানে হেরে নিজের বিদায় ঘন্টা বাজানো প্রায় নিশ্চিত করেছেন তিনি।
সর্বশেষ সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়াটফোর্ডের বিপক্ষে হারের পর বৈঠকে বসেছেন ইউনাইটেডের কার্যনির্বাহী কমিটি। সেখানেই নির্ধারিত হবে সোলশারের ভাগ্য।
ইউরোপিয়ান ফুটবলে চলছে কোচের খরা। তাই তো কিছুটা সময় নিতে চাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। তাদের সম্ভাব্য কোচের তালিকায় আছেন মরিসিও পচেত্তিনো, ব্রেন্ডন রজার্স, জিনেদিন জিদান, এরিক টেন হ্যাগ, র্যালফ র্যাংনিকদের মত নাম। তবে একমাত্র জিনেদিন জিদান ছাড়া বাকি সবাই কোনো না কোনো ক্লাবের দায়িত্বে আছেন।
ইংলিশ গণমাধ্যম আরও জানিয়েছে, পছন্দমতো কোচ না পাওয়া গেলে সেক্ষেত্রে রেড ডেভিলদের সহকারী কোচ মাইকেল ক্যারিক এবং টেকনিক্যাল ডিরেক্টর ড্যারেন ফ্লেচার দলের দায়িত্ব নিবেন। বিষয়টি চূড়ান্ত হলেই ছাড়াই হবেন ওলে গানার সোলশার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]