ল্যাটিন আমেরিকা ফুটবলের অন্যতম পরাশক্তি উরুগুয়ে। তবে সাম্প্রতিক সময়ে বেশ বর্ণহীন তারা। এর জেরেই দীর্ঘ দেড় দশক ধরে কোচের দায়িত্বে থাকা কোচ অস্কার তাবারেজকে বিদায় করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন (ইউএফএফ)। নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ইউএফএফ।
সর্বশেষ কোপা আমেরিকার সেমি-ফাইনালে ছিল না উরুগুয়ে। এমনকি কাতার বিশ্বকাপ বাছাই পর্বেও নিজেদের মেলে ধরতে পারেনি তারা। বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে উরুগুয়ে।
ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে চার দল। এছাড়াও পঞ্চম দলের সামনে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে। তবে একটি সুযোগেরও ধারে কাছে নেই তাবারেজ।
এ ব্যর্থতার দায়ে অস্কার তাবারেজকে চাকরিচ্যুত করেছে উরুগুয়ে। প্রথমবার ১৯৮৮ সালে উরুগুয়ের দায়িত্ব নেন তাবারেজ। সে মেয়াদে দুই বছর ছিলেন তিনি। ২০০৬ সালে দ্বিতীয় মেয়াদের উরুগুয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অস্কার।
তার অধীনেই ২০১০ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলে উরুগুয়ে। সেটাই ছিল বিশ্বকাপ জয়ের পর উরুগুয়ের সেরা সাফল্য। টানা ১৫ বছর ৮ মাস সুয়ারেজ-কাভানিদের দায়িত্বে ছিলেন তিনি।
কাতার বিশ্বকাপে চার ম্যাচ হেরে উরুগুয়ের বিশ্বকাপ খেলা ঝুঁকিতে পড়েছে। এ কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।
উরুগুয়ের সর্বশেষ ২২১ ম্যাচে দায়িত্ব ছিলেন তাবারেস। যেকোনো জাতীয় দলকে সবচেয়ে বেশি ম্যাচ কোচিং করানোর রেকর্ড দখলে। ১৯৮ ম্যাচে জার্মানিকে কোচিং করিয়ে দ্বিতীয় স্থানে আছেন জোয়াকিম লুভকে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]