ক্লাব কর্তাদের সাথে অভিমান করে ২০১৬ সালে বার্সেলোনা ছেড়েছিলেন দানি আলভেস। বার্সা ছেড়ে জুভেন্টাস, পিএসজি কিংবা সাও পাওলোতে পাড়ি জমিয়ে দারুণ ফর্মে ছিলেন। সেখান থেকে আবারও ফিরলেন বার্সায়। তবে এবার ফেরার সময় সবচেয়ে কম বেতনের ফুটবলার হিসেবে ফিরেছেন তিনি।
এমনিতেই অর্থনৈতিক দূরাবস্থায় বেশ বাজে সময় কাটাচ্ছে বার্সেলোনা। এ কারণে ক্লাব ছাড়তে বাধ্য হয়েছেন লিওনেল মেসি। লিওনেল মেসি ক্লাব ছাড়লেও ফিরে এসেছেন দানি আলভেজ। শুধু ফেরেননি সবচেয়ে কম বেতনে এসেছেন তিনি।
স্প্যানিশ লা লিগার নিয়মানুযায়ী ক্লাবগুলো একজন ফুটবলারকে সর্বনিন্ম ১ লাখ ৫৫ হাজার ইউরো বেতন দিতে পারবে। কাতালান ক্লাবটির অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় এ বেতনেই খেলতে রাজি হয়েছেন তিনি।
অনেকদিন আগেই গুঞ্জন উঠেছিল বার্সেলোনায় ফিরবেন দানি আলভেজ। তখন জানা গিয়েছিল বার্সেলোনায় সপ্তাহে এক ইউরো করে নিবেন তিনি। তবে লা লিগার নিয়মানুযায়ী ১ লাখ ৫৫ হাজার ইউরো বেতন পাবেন আলভেজ।
বার্সেলোনা ক্যারিয়ারে ২,২০,৬ এবং ২২ নম্বর জার্সি পড়ে খেলা আলভেজ এবার পড়বেন ৮ নম্বর জার্সি। তারই সাবেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ৮ নম্বর জার্সি পড়ে মাঠ কাঁপিয়েছিলেন।
প্রতি বছর ১ লাখ ৫৫ হাজার ইউরো বেতন পেলে আলভেজের সপ্তাহিক আয় দাঁড়াবে ২ হাজার ৯৮০ ইউরো। বাংলাদেশি টাকায় তা প্রায় তিন লাখ। বিভিন্ন ক্লাবের যুব দলের ফুটবলাররাও এর থেকে বেশি বেতনে খেলেন। এতেই বোঝা যাচ্ছে প্রিয় ক্লাবের হয়ে মাঠে নামার জন্য কতটা মুখিয়ে ছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]