গোলশূন্য সমতায় ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৪ এএম, ১৮ নভেম্বর ২০২১
গোলশূন্য সমতায় ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই

একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের দেখা পায়নি ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। গোলের দেখা না পেলেও ফাউলের পসরা সাজিয়ে বসেছিল দুই দল। পুরো ম্যাচজুড়ে ৪২ বার ফাউল করেছে দুই দল।

বুধবার (১৭ নভেম্বর) ভোরে আর্জেন্টিনার ঘরের মাঠে আতিথ্য নেয় ব্রাজিল। কোপা আমেরিকার ফাইনালের পর প্রথমবারে মতো দুই দল খেললো পুরো একটি ম্যাচ। তবে ম্যাচে কোনো ফলাফল আসেনি, শেষ পর্যন্ত গোলশূন্য ড্র-য়ে শেষ হয় লড়াই।

আগের ম্যাচেই কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ খেলার টিকিট  নিশ্চিত করেছে ব্রাজিল। তাদের সামনে কোপা আমেরিকার ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। অপরদিকে জয় পেলেই ল্যাটিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করবে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত এ ম্যাচ হয়নি কোনো ফলাফল।

পুরো ম্যাচজুড়ে নয়টি করে শট নিয়েছিল আর্জেন্টিনা এবং ব্রাজিল। আলবিসেলেস্তাদের তিনটি শট লক্ষ্যে থাকলেও ব্রাজিলের মাত্র দুইটি শট লক্ষ্যে ছিল। ফিনিশিংয়ের অভাবে গোল করতে ব্যর্থ দুই দল।

ফাউলের পসরা সাজিয়ে বসা এ ম্যাচে দুই দলই সমান সংখ্যক ২১ টি করে ফাউল করেছে। তবে বেশি কার্ড দেখেছে আর্জেন্টিনার ফুটবলাররা। সেলেসাওদের তিন হলুদ কার্ডের বিপরীতে আলবিসেলেস্তারা দেখেছে চারটি হলুদ কার্ড।

ম্যাচের প্রথমার্ধের গোলের সুযোগ পেয়েছিল স্বাগতিক আর্জেন্টিনা। রদ্রিগো ডি পলের দূরপাল্লার শট ঠেকিয়ে দেয় ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন। আর্জেন্টিনার এরপর স্পষ্ট কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

অপরদিকে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিয়াস জুনিয়র। ম্যাচের ৭০তম মিনিটে আর্জেন্টিনার গোলরক্ষককে একা পেলেও গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। আর কোনো সুযোগ তৈরি না হওয়ার গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ।

এ ড্রয়ে ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দুই দলই অপরাজিত রয়েছে। সবমিলিয়ে ২৭ ম্যাচ ধরে অপরাজিত কোপার শিরোপাজয়ী আর্জেন্টিনা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ইতালির ড্র, বিশ্বকাপে সুইজারল্যান্ড

নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ইতালির ড্র, বিশ্বকাপে সুইজারল্যান্ড

সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো স্পেন

সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো স্পেন

পর্তুগালকে হতাশায় ডুবিয়ে কাতার বিশ্বকাপে সার্বিয়া

পর্তুগালকে হতাশায় ডুবিয়ে কাতার বিশ্বকাপে সার্বিয়া

এমবাপের রেকর্ড গড়া ম্যাচে বিশ্বকাপে ফ্রান্স

এমবাপের রেকর্ড গড়া ম্যাচে বিশ্বকাপে ফ্রান্স