ঘরের মাঠে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নরা। আগেই স্পেনের বিশ্বকাপ নিশ্চিত হয়েছিল। কেবল শেষ ম্যাচ চার গোলের ব্যবধানে না হারলেই চলতো তাদের। তবে এ ম্যাচে আলভারো মোরাতার গোলে জয় তুলে নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।
রোববার (১৪ নভেম্বর) রাতে ঘরের মাঠে সুইডেনের মুখোমুখি হয় স্পেন। এ ম্যাচে উপস্থিত দর্শকদের হতাশ করেনি লা রোজারা।
ম্যাচের শুরু থেকেই উত্তাপহীন ফুটবলীয় লড়াই শুরু করেছিল স্পেন। তবে সুইডেন একের পর এক আক্রমণ করে স্প্যানিশদেরকে ব্যতিব্যস্ত করে রাখার চেষ্টা করেছিল। এরপরেও স্পেনের রক্ষণ ভাঙতে পারেনি সুইডেন।
ম্যাচের ১৬ এবং ৩৯তম মিনিটে দুইটি সহজ সুযোগ মিস করে স্পেন। এরপর আর কোনো সুযোগ তৈরি না হওয়ায় গোলশূন্য ড্র অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬২তম মিনিটে প্রথম সুযোগ পায় স্পেন। সে সুযোগ থেকে অবশ্য গোল করতে ব্যর্থ হয়েছেন মোরাতা। এরপরে আবারও সুযোগ পান, তবে এবারও ব্যর্থ ছিলেন তিনি।
টানা দুই সুযোগ মিস করা মোরাতাই স্টেডিয়ামে উপস্থিত ৫২,০০০ দর্শককে আনন্দের উপলক্ষ্য এনে দেন। ম্যাচের ৮৫তম মিনিটে ফিরতি বল জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান তিনি। এ গোলেই নিশ্চিত হয় স্পেনের জয়।
বিশ্বকাপ বাছাই পর্বে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে স্পেন। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যায় সুইডেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]