দীর্ঘ দেড় যুগ, অর্থাৎ ১৮ বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ ফুটবল দল। শ্রীলঙ্কায় চারজাতি ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপকে ২-১ গোলের হারিয়ে দিয়েছেন জামল ভূঁ০ইয়ারা। এর আগে দেশটির বিপক্ষে সর্বশেষ ২০০৩ সালে জয় পেয়েছিল বাংলাদেশ।
শনিবার (১৩ নভেম্বর) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চারজাতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ এ পায় বাংলাদেশ ফুটবল দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষে সিশেলসের বিরুদ্ধে ১-১ গোল ড্র করেছিল বাংলাদেশ।
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের জয় যেন এখন এখন অনেকটা সোনার হরিণ। চলমানেএ টুর্নামেন্টে গত ম্যাচে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয়েছে জামাল ভূঁইয়রা।
মালদ্বীপের বিপক্ষে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। তবে গোল করার পরও রেফারির সাথে লড়তে হয়েছে কথার লড়াইয়ে। ম্যাচের ১২তম মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো থেকে জামাল ভূঁইয়া গোল করলেও অফসাইটের বাঁশি বাজান রেফারি।
গোল করার পর সহকারী রেফারি পতাকা উঠালে আবেদন জানান জামাল ভূঁইয়া। পরে মাঠের রেফারি সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে গোলের বাঁশি বাজান।
শুরুতে বাংলাদেশ এগিয়ে গেলেও প্রথমার্ধেই সমতায় ফিরে মালদ্বীপ। কর্নার কিক থেকে ৩২তম মিনিটে মালদ্বীপকে সমতায় ফেরান মুহম্মদ উমাইর। ফলে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষ হচ্ছিল সমতার মধ্য দিয়েই। তবে ম্যাচের শেষ দিকে ৮৮তম মিনিটে ডি বক্সে মালদ্বীপের গোলরক্ষক বাংলাাদশের জুয়েল রানাকে অবৈধভাবে বাঁধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে সফল স্পট কিকে জয়কে জয় উপহার দেন তপু বর্মণ।
টুর্নামেন্টের নিজেদেরন দুই ম্যাচে ১ ড্র ও ১ জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ ফুটবল দল। নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেই জামাল ভূঁইয়াদের ফাইনাল নিশ্চিত হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]