আবারও বার্সেলোনায় ফিরছেন দানি আলভেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ এএম, ১৪ নভেম্বর ২০২১
আবারও বার্সেলোনায় ফিরছেন দানি আলভেস

অনেক আগে থেকেই গুঞ্জন ছিল বার্সেলোনায় ফিরবেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। বার্সেলোনায় ফিরে এসেছেন দানি আলভেস।

দুই মাস আগে সাও পাওলোর সাথে চুক্তি বাতিল করেছিলেন দানি আলভেস। এরপর থেকেই ছিলেন ফ্রি এজেন্ট। তখনই গুঞ্জন উঠেছিল বার্সেলোনায় ফিরছেন তিনি। এতদিন পর্যন্ত কোনো চুক্তি না হলেও জাভি কোচ হয়ে আসার পরই তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।

শুক্রবার (১২ নভেম্বর) বার্সেলোনা তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে দানি আলভেসকে দলে ভেড়ানো তথ্য নিশ্চিত করেছে। দলে ভেড়ালেও সহসাই মাঠে নামতে পারছেন না তিনি। মাঠে নামতে না পারলেও চলতি মাসেই বার্সেলোনা ফিরবেন আলভেস।

চলতি ২০২১-২২ মৌসুমের শীতকালীন দল-বদলে আলভেসকে বার্সেলোনার ফুটবলার হিসেবে নিবন্ধন করানো হবে। এরপর থেকেই কাতালান ক্লাবটির হয়ে মাঠে নামতে পারবেন তিনি।

এর আগে ২০০৮ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন দানি আলভেস। এরপর থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। ২০১৬ সালে ক্লাবটি থেকে বিদায় নেন আলভেস। সে সময়ে দলটির অন্যতম কিংবন্তিতে পরিণত হয়েছিলেন তিনি।

বার্সেলোনা ছেড়ে জুভেন্টাস, প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) হয়ে ব্রাজিলের ফেরেন তিনি। ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে খেলেছেন তিনি। তবে চুক্তিজনিত সমস্যার কারণে সেখান থেকে সরে এসেছেন তিনি। আবার বার্সেলোনায় ফিরলেন তিনি। ফিরলেন সাবেক সতীর্থ জাভির অধীনে। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগে অক্টোবর সেরা সালাহ

প্রিমিয়ার লিগে অক্টোবর সেরা সালাহ

নিয়ম ভেঙে জরিমানার কবলে ডেম্বেলে

নিয়ম ভেঙে জরিমানার কবলে ডেম্বেলে

অ্যাস্টন ভিলার দায়িত্বে ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড

অ্যাস্টন ভিলার দায়িত্বে ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড

জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম

জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম