নিয়ম ভেঙে খবরের শিরোনাম হওয়া উসমান ডেম্বেলের কাছে নতুন কিছু নয়। তবে এবার সে কর্মকান্ডের জন্য জরিমনা গুনলেন এ ফরাসি স্ট্রাইকার। বার্সেলোনার অনুশীলনে দেরি করে আসায় জরিমানার গুণতে হয়েছে তাকে।
কয়েকদিন আগেই বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন সাবেক স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। দায়িত্ব নিয়েই ফুটবলারদের জন্য জারি করেছেন কঠোর নিয়ম। এ নিয়মের কারণে জনপ্রিয় এক টিভি শোতে অংশ নিতে পারেননি তারই এক সময়কার সতীর্থ এবং বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে।
শুক্রবার (১২ নভেম্বর) স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, অনুশীলনে তিন মিনিট দেরি করে আসায় ডেম্বেলেকে জরিমানা করা হয়েছে। বার্সেলোনা সময় সকাল সাড়ে ৮ টায় অনুশীলন থাকলেও ডেম্বেলে ৮ টা ৩৩ মিনিটে উপস্থিত হন।
২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেওয়া উসমান ডেম্বেলে এর আগেও কয়েকবার অনুশীলনে দেরি করে আসার জন্য খরবের শিরোনাম হয়েছিলেন। এছাড়াও জাভি দায়িত্ব নেওয়ার পরেও একই কান্ড ঘটিয়েছিলেন ডেম্বেলে। তখন অবশ্য তাকে তিরস্কার করা হয়েছিল।
বার্সেলোনায় যোগ দেওয়ার পর কখনই ক্লাবটিতে নিয়মিত হতে পারেননি ডেম্বেলে। একের পর এক চোটের কারণে মাঠের থেকে বাইরেই বেশি সময় কাটিয়েছেন।
হাঁটুর চোট কাটিয়ে চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের ম্যাচ দিয়ে মৌসুমে প্রথমবারের মাঠে নামেন তিনি। তবে ওই ম্যাচেই পায়ের পেশিতে চোট পেয়ে আবারও ছিটকে যান উসমান ডেম্বেলে। অবশ্য চোট কাটিয়ে আবারও ফিরেছেন তিনি। তবে ফিরলেও অনুশীলনে দেরি করায় পড়েছেন জরিমানার কবলে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]