পেশির ইনজুরির কারণে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে সর্বশেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। ইনজুরি সমস্যা নিয়েই আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ধারণা করা হয়েছিল বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের ম্যাচে পুরো সময় মাঠে থাকবেন না আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। তবে কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন মাঠে নামার জন্য প্রস্তুত মেসি।
ইনজুরির কারণে সর্বশেষ দুই ম্যাচে মাঠে নামতে না পারায় মেসিকে জাতীয় দলের হয়ে খেলতে দিতে আপত্তি প্রকাশ করেছিল পিএসজি। সেই আপত্তি উপেক্ষা করেই জাতীয় দলে যোগ দিয়েছেন মেসি। শুধু তাই নয়, মাঠে নামার জন্যও প্রস্তুত হয়েছেন।
মেসি জাতীয় দলে যোগ দেওয়ার পর শোনা গিয়েছিলো আর্জেন্টাইন অধিনায়ক উরুগুয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না। তবে ব্রাজিলের ম্যাচে পুরো সময় মাঠে থাকবেন।
তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘মেসি ভালো আছে। বলতে গেলে সে খেলার জন্য তৈরি। যদি সে সুস্থ থাকে তাহলে তার ব্যাপারে আমার ভাবনা ও দলে তার অবস্থান সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন। বিকেলে সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি আবারও বলছি, এই মুহূর্তে সে ভালো আছে।’
তিনি আরও জানান, মেসি মাঠে নামার জন্য মুখিয়ে আছে। সে সবসময় মাঠে খেলতে চায়। বলেন, ‘লিওর সঙ্গে কাজ করা সহজ, সে সবসময় খেলতে চায়। কারণ আমিও চাই সে সবসময় খেলুক।’
মেসি যদি শেষ অবধি না খেলতে পারেন, তাহলে কে খেলবেন তার জায়গায়? স্ক্যালোনি বলেছেন, ‘দিবালা খেলতে পারে মেসির জায়গায়। জুলিয়ান কোরেরা বা লো চেলসোও জায়গা বদলে খেলতে পারে। সেক্ষেত্রে আরেকজন মিডফিল্ডারকে নিতে হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]