চোটের পর আর্জেন্টিনা স্কোয়াডে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১২ এএম, ১২ নভেম্বর ২০২১
চোটের পর আর্জেন্টিনা স্কোয়াডে করোনার হানা

আর্জেন্টিনা দলে আগে থেকেই ছিল চোট সমস্যা। এবার এর সঙ্গে যুক্ত হলো করোনা সমস্যা। করোনার কারণে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন মিডফিল্ডার নিকোলাস গঞ্জালেস।

স্কোয়াড ঘোষণার সময় চোটাক্রান্ত ফুটবলারদেরকে নিয়ে রেখেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। সে দলেই ছিলেন নিকোলাস গঞ্জালেস।

চলতি বছরের অক্টোবরের শেষ সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবুও তাকে দলে রেখেছিলেন কোচ স্ক্যালোনি। আশা করেছিলেন নির্ধারিত সময়ের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে তার সে আশা পূর্ণ হয়নি। করোনা টেস্টে ফলাফল পজিটিভ আসায় স্কোয়াডে যোগ দিতে পারছেন না তিনি।

টুইটারের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। সেখানে বলা হয়েছে, করোনামুক্ত না হওয়া উরুগুয়ে এবং ব্রাজিল ম্যাচে থাকছেন না নিকোলাস গঞ্জালেস।

আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এ দুই ম্যাচের আগে চোটের কারণে লিওনেল মেসি এবং লিয়ান্দ্রো পারদেসের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

লিয়ান্দ্রো পারদেসের কারণে গঞ্জালেসে একাদশে জায়গা পাওয়া এমনিতেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। পারদেসের ইনজুরির কারণে যে সুযোগ পেলেন তাও করোনার কারণে মিস করতে হচ্ছে তাকে।

শুক্রবার (১২ নভেম্বর) উরুগুয়ের মাঠে আতিথ্য নিবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আলবিসেলেস্তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে জর্জরিত ইতালি

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে জর্জরিত ইতালি

জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম

জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম

বার্সার দায়িত্ব নিতে ব্রাজিলের প্রস্তাব নাকচ জাভির 

বার্সার দায়িত্ব নিতে ব্রাজিলের প্রস্তাব নাকচ জাভির 

বিশ্বকাপ বাছাইয়ের আগে জার্মান শিবিরে করোনার হানা

বিশ্বকাপ বাছাইয়ের আগে জার্মান শিবিরে করোনার হানা