নেপালের সাথে ড্র করে চলতি বছর সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। এবার চারজাতি ফুটবল টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষ সিশেলসের বিপক্ষেও পারলো না জামাল ভূঁইয়ারা। ফিফা র্যাংকিংয়ে ২শ’তম স্থানে থাকা দলটির সাথে ১-১ গোল ড্র করেছে বাংলাদেশ।
দুই দফা পিছিয়ে যাওয়ার পর বুধবার (১০ নভেম্বর) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চারজাতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে সিশেলস-এর বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল।
ফিফা র্যাকিংয়ে অনুযায়ী সিসেলসের বিপক্ষে স্পষ্ট ফেবারিট দল বাংলাদেশ। ম্যাচের শুরুটাও করেছিল ফেবারিটদের মতো। তবে গোলের লিড আর ধরে রাখতে পারেননি জামাল ভূইয়ারা। প্রথমার্ধে এগিয়ে গেলেও ম্যাচে শেষ দিকে গোল হজম করে বাংলাদেশ।
ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ ফুটবল দল। মোহাম্মদ ইব্রাহিম গোলে ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে সিশেলস। আফ্রিকার দেশ সিশেলস দ্বিতীয়ার্ধে বল দখরে নিয়ে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে।
আরও পড়ুন> স্বপ্ন দেখিয়েও কাঁদলেন জামাল-তপুরা
বাংলাদেশের ডিফেন্স ভেঙে বার বার তছনছ করলেও লিড ধরে রাখে জামালরা। তবে ম্যাচের শেষ দিকে আর পারেনি বাংলাদেশ। ৮৮তম মিনিটে সমতায় ফেরে সিশেলস।
সমতায় ফিরেও ক্ষান্ত হয়নি তারা। সমতায় ফিরে দুইবার গোলের সুযোগ তৈরি করেছিল। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে বাংলাদেশ। অন্যথায় ড্রয়ের পরিবর্তে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হতো জামাল ভূঁইয়াদের।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]