একের পর এক চোট সমস্যায় পড়েছেন ইতালি। বিশ্বকাপ বাছাই পর্বে সুইজারল্যান্ডে বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আরও একবার ইনজুরি সমস্যায় পড়েছে ইতালি। বিশ্বকাপ বাছাই পর্বের আগে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ফরোয়ার্ড চিরো ইম্মোবিলে।
বুধবার (১০ নভেম্বর) ইতালি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছেন, পেশির চোটে ক্যাম্প ছেড়েছেন তিনি। তার জায়গা ইতালি স্কোয়াডে ডাক পেয়েছে জানলুকা স্কাম্মাক্কা।
এছাড়াও ইতালি স্কোয়াডে ডাক পাওয়া জর্জ কিয়েল্লিনি এবং মিডফিল্ডার নিকোলো বারেল্লার চোট নিয়ে সমস্যা আছে। সুইজারল্যান্ড বিপক্ষে ম্যাচে এ দুইজনের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
সোমবার (৮ নভেম্বর) চোট পেয়ে ছিটকে যান রোমার দুই মিডফিল্ডার নিকোলো জানিওলো এবং লরেন্সো পেল্লেগ্রিনি। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের স্কোয়াডে ডাক পাননি পিএসজি তারকা মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।
বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে সুইজারল্যন্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি।
বিশ্বকাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে ৬ ম্যাচে ৪ জয় এবং দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রবার্তো মানচিনির ইতালি। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে আছে সুইজারল্যান্ড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]