বার্সার দায়িত্ব নিতে ব্রাজিলের প্রস্তাব নাকচ জাভির 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১০ নভেম্বর ২০২১
বার্সার দায়িত্ব নিতে ব্রাজিলের প্রস্তাব নাকচ জাভির 

জাভি হার্নান্দেজ; নাম শুনলেই মনে পড়ে বার্সেলোনার জার্সি গায়ে দেখানো সেই শৈল্পিক ফুটবল। বার্সার ফুটবল একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা জাভি, ক্যারিয়ারের স্বর্ণালী সময় কাটিয়েছে বার্সেলোনাতে। এরপর আল সাদ হয়ে ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন। সময়ের ব্যবধানে আবারও বার্সেলোনার ফিরেছেন জাভি। তবে এবার পুরো ভিন্ন এক দায়িত্ব নিয়ে, বার্সেলোনার কোচ এখন জাভি হার্নান্দেজ।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল বার্সেলোনার কোচের দায়িত্ব জাভির কাঁধে উঠবে। তবে কোনো কারণে সে গুঞ্জন আর সত্যি হচ্ছিলো না। তবে কোচ হিসেবে আল সাদের হয়ে দারুণ পারফর্মেন্স করে যাচ্ছিলেন এ স্প্যানিশ কিংবদন্তি।

তবে এখানে থাকাকালীন পেয়েছিলেন জাতীয় দলকে কোচিং করানো অফার। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে সে প্রস্তাব ফিরিয়ে দেন জাভি। 

২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ তিতের সহকারী হিসেবে কাজ করবেন। বিশ্বকাপের পর ব্রাজিল দলকে কোচিং করাবেন এমন প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। তবে এ প্রস্তাব ফিরিয়ে দেন জাভি। বার্সেলোনার কোচ হওয়ার জন্যই এ প্রস্তাব ফিরিয়েছেন বলে জানান তিনি।

সোমবার (৮ নভেম্বর) বার্সেলোনার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেন জাভি হার্নান্দেজ। আড়াই বছরের চুক্তিতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন জাভি। এদিন ১০ হাজার বার্সেলোনার সমর্থকদের উপস্থিতিতে চুক্তিপত্র স্বাক্ষর করেন তিনি।

এর আগে শনিবার (৬ নভেম্বর) বার্সেলোনার এক বিবৃতিতে বার্সেলোনার কোচ হিসেবে জাভির নাম ঘোষণা করে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস



শেয়ার করুন :


আরও পড়ুন

আমাদের সব ম্যাচেই জিততে হবে : জাভি

আমাদের সব ম্যাচেই জিততে হবে : জাভি

জেনোয়ার কোচ হিসেবে নিয়োগ পেলেন শেভচেঙ্কো

জেনোয়ার কোচ হিসেবে নিয়োগ পেলেন শেভচেঙ্কো

চোট নিয়েই আর্জেন্টিনা দলে মেসি

চোট নিয়েই আর্জেন্টিনা দলে মেসি

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়লেন পগবা

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়লেন পগবা