বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। উরুর চোটের কারণে ছিটকে পড়েছেন তিনি। তবে কবে নাগাদ মাঠে ফিরতে সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।
সোমবার (৮ নভেম্বর) ফ্রান্স দলের সাথে অনুশীলনের সময় উরুতে চোট পান পগবা। তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
শনিবার (১৩ নভেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাজাখিস্তানের মুখোমুখি হবে ফ্রান্স। এর তিন দিন ফিনল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। এ দুই ম্যাচের কোনোটিতেই খেলতে পারবেন এ ফুটবলার।
চলতি বছরের ২৪ অক্টোবর ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামেন পগবা। সে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
লিভারপুলের বিপক্ষে লাল কার্ড দেখায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পল পগবা। এ কারণে ২০ নভেম্বরের আগে প্রিমিয়ার লিগে মাঠে নামতে পারবেন না তিনি।
কাতার বিশ্বকাপে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে ‘ডি’ গ্রুপে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত ৬ ম্যাচে সমান সংখ্যক তিনটি করে জয় এবং ড্রয়ে ১২ পয়েন্ট পেয়েছে তারা।
বাছাই পর্বে বাকি থাকা যেকোনো একটিতে জিতলেই ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ফ্রান্স।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস