চোট নিয়েই আর্জেন্টিনা দলে মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ এএম, ১০ নভেম্বর ২০২১
চোট নিয়েই আর্জেন্টিনা দলে মেসি

চোটের কারণে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে শেষ দুই ম্যাচে মাঠে নামেননি লিওনেল মেসি। তবে চোটকে সঙ্গী করেই আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন মেসি। তার সঙ্গী হয়েছেন পিএসজিতে খেলা লিয়ান্দ্রো পারদেস এবং অ্যাঞ্জেল ডি মারিয়া।

সোমবার (৮ নভেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে এবং ব্রাজিল দলের ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করে আর্জেন্টিনা। সোমবার সকালে দলে যোগ দিয়ে বিকালে অনুশীলন শুরু করেন মেসি।

চোট সমস্যার কারণে অনুশীলনে ভারী কিছু করেননি মেসি। শুধু মেসি নন লিয়ান্দ্রো পারদেসও ইনজুরি সমস্যায় ভুগছেন। পেশির চোটের কারণে পিএসজির সর্বশেষ দুই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি।

পিএসজির হয়ে সর্বশেষ দুই ম্যাচ না খেলায় আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসিকে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে সে শঙ্কা কাটিয়ে দলে যোগ দিয়েছেন তিনি। উরুগুয়ের বিপক্ষে পুরো সময় মাঠে না নামলেও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে পুরো সময় মাঠে থাকতে পারেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন গণমাধ্যম।

এর আগে অবশ্য মেসির আর্জেন্টিনার হয়ে খেলা নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো। তিনি জানিয়েছিলেন, ‘চোটের কারণে ক্লাবের হয়ে না খেলে জাতীয় দলে খেলতে যাওয়ার কোনো মানে নেই। ফিফার সাথে এ বিষয়ে একটা আলোচনা করা দরকার।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জেনোয়ার কোচ হিসেবে নিয়োগ পেলেন শেভচেঙ্কো

জেনোয়ার কোচ হিসেবে নিয়োগ পেলেন শেভচেঙ্কো

নভেম্বর জুড়ে ‘ম্যারাডোনা জার্সি’ পড়বে নাপোলি

নভেম্বর জুড়ে ‘ম্যারাডোনা জার্সি’ পড়বে নাপোলি

আত্মঘাতী গোলে মৌসুমে লিভারপুলের প্রথম হার

আত্মঘাতী গোলে মৌসুমে লিভারপুলের প্রথম হার

জাভির হাতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা : আনচেলত্তি

জাভির হাতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা : আনচেলত্তি